Bajaj Pulsar: ১০ হাজার টাকা বাড়বে দাম, এখন কিনলে সস্তায় পাবেন বাজাজ পালসারের এই মডেল
Bajaj Pulsar Bike Price Hike: বাজাজের এই অত্যন্ত জনপ্রিয় বাইকটি আজ থেকে দশ বছর আগে ২০১৫ সালে ভারতে (Pulsar RS200) লঞ্চ হয়েছিল। আর ২০২৫ সালে এই বাইক আপডেট করে আবার এসেছে বাজারে।

Bike Price Hike: অনেক আগে ভারতের বাজারে এসেছিল বাজাজ পালসার আরএস ২০০ বাইকটি। এই বাইকে নতুন ফিচার্স দেওয়ার পাশাপাশি বাজাজ এই বাইকের দামও বাড়িয়ে দিয়েছে। বাজাজের এই অত্যন্ত জনপ্রিয় বাইকটি আজ থেকে দশ বছর আগে ২০১৫ সালে ভারতে (Pulsar RS200) লঞ্চ হয়েছিল। আর ২০২৫ সালে এই বাইক আপডেট করে আবার এসেছে বাজারে। বাজাজ অটোর এই বাইকটি প্রথম ফুল-ফেয়ারড স্পোর্ট বাইক। বাজাজ পালসারের (Bajaj Pulsar Price Hike) এই মডেলের এক্স শোরুম দাম রয়েছে ১.৮৪ লক্ষ টাকা।
পালসার আরএস ২০০-এর দাম বেড়েছে
বাজাজ পালসার আরএস ২০০ বাইকের দাম রয়েছে ১.৮৭ লক্ষ টাকা। এই ভ্যারিয়ান্টের দাম বাড়ানোর ফলে এখন নতুন দাম আগের থেকে আরও ১০ হাজার টাকা বেড়ে গিয়েছে। আর এই বাইকের ফিচার্সও অনেক বদলে গিয়েছে। আধুনিক বৈশিষ্ট্য জুড়ে গিয়েছে এর সঙ্গে। তবে পালসারের এই বাইকের ইঞ্জিনে কোনো বদল আনা হয়নি। আগের মডেলের মতই আছে।
বাজাজ পালসারের ফিচার্স
বাজাজ পালসার আরএস২০০ বাইকে রয়েছে একটি নতুন এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল যা ব্লুটুথের সঙ্গে কানেক্ট করা যায়। টার্ন বাই টার্ন নেভিগেশন, এসএমএস অ্যালার্ট এই বাইকে রাখা হয়েছে। টুইন প্রজেক্টর লেন্স, এলইডি ডিআরএল এই বাইকে রাখা হয়েছে এই নতুন পালসার বাইকে। এর বডি গ্রাফিক্স এই বাইককে একটি নতুন লুক এনে দিয়েছে।
পালসার আরএস ২০০ ইঞ্জিন
পালসার আরএস ২০০ বাইকের ইঞ্জিনে কোনো বদল করা হয়নি। এতে আছে ২০০ সিসির বিএস ৬ ইঞ্জিন, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন যাতে ৬ স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্স মেট করা যায়। এই লিকুইড কুলড ইঞ্জিন ২৪.১ বিএইচপি শক্তি উৎপন্ন করে ৯৭৫০ আরপিএমে, ৮০০০ আরপিএমে ১৮.৭ এনএম টর্ক উৎপন্ন করে। এই বাজাজ বাইকে তিনটি রাইডিং মোড রয়েছে রোড, রেইন এবং অফ-রোড। এই মোডগুলি পালসার এন২৫০ বাইকেও রয়েছে যা কিনা ২০২৪ সালে বাজারে লঞ্চ হয়েছিল।
দেশের সবথেকে বেশি মাইলেজ দেওয়া বাইকগুলির তালিকায় শীর্ষে আছে হিরো স্প্লেন্ডার প্লাস বাইকের নাম। এই বাইকে আপনি এক লিটার তেলে ৭০ কিমি পর্যন্ত যেতে পারবেন। এই বাইকের ফুয়েল ট্যাংকের ক্ষমতা হল ৯.৮ লিটার, এই বাইক একবার ফুলট্যাঙ্ক তেল ভরালে যেতে পারে ৬৮০ কিমি পর্যন্ত। এই বাইকের দামও বাড়তে চলেছে। হিরোর স্প্লেন্ডার প্লাস বাইকের দাম আগের থেকে ১৭৩৫ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন দিল্লিতে হিরো স্প্লেন্ডার প্লাস বাইকের এক্স শোরুম দাম হয়েছে ৭৭,১৭৬ টাকা।
আরও পড়ুন: Hyundai Creta Electric : হুন্ডাই ক্রেটা দেবে ৩৯০ কিমি ! নতুন গাড়ির ছবি এল প্রকাশ্যে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
