Best Mileage Bike: বাজাজ প্ল্যাটিনা নাকি হোন্ডা শাইন, কোন বাইকে বেশি পাবেন মাইলেজ ?
Bike News: বাজাজ প্লাটিনা বাইকে আপনি পাবেন ১০২ সিসির একটি ইঞ্জিন। এই ইঞ্জিনে সবথেকে বেশি ৮.৩ এনএমের টর্ক উৎপন্ন হয়, ৭.৯ পিএস সর্বোচ্চ শক্তি উৎপন্ন হয় এই বাইকে। এই বাইকের মোট ওজন রয়েছে ১১৭ কেজি।
Bajaj Platina vs Honda Shine: পেট্রোলের দাম এখন খুবই চড়া, তাই এখন বাইক কেনার আগে মানুষ বেশিরভাগ সময়েই দেখে নেন সেই বাইকে কত ভাল মাইলেজ দেবে। ভারতের বাজারে এমন বহু বাইক আছে যেগুলিতে দারুণ মাইলেজ দেয়। আর এই ধরনের বাইকে চালকের বা গ্রাহকের খরচও অনেক কম হয় তেলের। অল্প তেলেই অনেক দূর যাওয়া যায়। ভারতের বাইকের বাজারে (Bike News) এখন বাজাজ এবং হোন্ডা এই দুটি বাইকেরই দারুণ চাহিদা। বাজাজের প্লাটিনা (Bajaj Platina) এবং হোন্ডার শাইন (Honda Shine) এই দুটি বাইকের মধ্যে মাইলেজ কীসে ভাল মিলবে ?
বাজাজ প্লাটিনা ১০০
বাজাজ প্লাটিনা বাইকে আপনি পাবেন ১০২ সিসির একটি ইঞ্জিন। এই ইঞ্জিনে সবথেকে বেশি ৮.৩ এনএমের টর্ক উৎপন্ন হয়, ৭.৯ পিএস সর্বোচ্চ শক্তি উৎপন্ন হয় এই বাইকে। এই বাইকের মোট ওজন রয়েছে ১১৭ কেজি। বাইকে রয়েছে ড্রাম ব্রেক।
এর পাশাপাশি এই বাইকে রয়েছে ১১ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক। ডিআরএল, স্পিডোমিটার, ফুয়েল গজ, ট্যাকোমিটার, অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম, ২০০ মিমির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই বাইকে আপনি পেয়ে যাবেন।
হোন্ডা শাইন বাইক
হোন্ডা শাইন বাইকের কথা বলতে গেলে এই শক্তিশালী বাইকে রয়েছে ১২৩.৯৪ সিসির একটি ইঞ্জিন, ৪ স্ট্রোকের এসআই, বিএস ৬ ইঞ্জিন। এই ইঞ্জিনের মাধ্যমে ৭৫০০ আরপিএমে সর্বোচ্চ ৭.৯ কিলোওয়াট শক্তি এবং ৬০০০ আরপিএমে ১১ এনএম টর্ক উৎপন্ন হয়ে থাকে। ৫ স্পিডের ট্রান্সমিশনও এই বাইকে সংযুক্ত রয়েছে। মোট ৫টি রঙের ভ্যারিয়ান্টে এই বাইক আপনি পেয়ে যাবেন ভারতের বাজারে।
বাজাজ প্লাটিনা আর হোন্ডা শাইনের মধ্যে কোনটি ভাল
বাজাজ প্লাটিনা বাইকটিকে সবথেকে বেশি মাইলেজ দেওয়া বাইকের মধ্যে ধরা হয়। সংস্থার দাবি অনুযায়ী বাজাজ প্লাটিনা বাইকে ৭২ কিমি প্রতি লিটারের মাইলেজ পাওয়া যায়। অন্যদিকে হোন্ডা শাইন বাইকে মাইলেজ রয়েছে ৫৫ কিমি প্রতি লিটারে। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে ১০.৫ লিটারের। ফুলট্যাঙ্ক তেল ভরা থাকলে এই বাইকে ৫৫০ কিমি পর্যন্ত যাওয়া যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Royal Enfield: রেট্রো লুকের ঝাঁ চকচকে বাইক নিয়ে এল রয়্যাল এনফিল্ড, কত দামে পাবেন ?