Royal Enfield: রেট্রো লুকের ঝাঁ চকচকে বাইক নিয়ে এল রয়্যাল এনফিল্ড, কত দামে পাবেন ?
Royal Enfield Goan Classic 350: রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিকের সামনে একটি সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল রয়েছে, এটি বাইকটিকে বিপরীতমুখী দেখায়। এর সামনে ১৯ ইঞ্চির চাকা ও পিছনে ১৬ ইঞ্চির চাকা রয়েছে।
Royal Enfield Goan Classic 350: ব্রিটিশ গাড়ি নির্মাতা সংস্থা রয়্যাল এনফিল্ড ভারতের বাজারে একটি নতুন বাইকের মডেল নিয়ে এসেছে যার নাম রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক ৩৫০। জে প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে রয়্যাল এনফিল্ডের (Royal Enfield Bike) এটি পঞ্চম বাইক, গতকাল ২৩ নভেম্বর শনিবার ভারতের বাজারে লঞ্চ হয়েছে এই বাইক। রেট্রো থিমের উপর ভিত্তি করে তৈরি করা এই বাইক রেগুলার ক্লাসিক ৩৫০ মডেলের তুলনায় অনেক আলাদা। এই বাইকের দাম (Royal Enfield Goan Classic 350) শুরু হচ্ছে ২.৩৫ লক্ষ টাকা থেকে। ডুয়াল টোন কালার অপশনে এই বাইক বাজারে আনা হয়েছে।
রয়্যাল এনফিল্ডের এই বাইকের ফিচার্স
রয়্যাল এনফিল্ডের রেগুলার ক্লাসিক ৩৫০ বাইকের মডেলের যে গঠনকাঠামো তার উপর ভিত্তি করেই এই গোয়ান ক্লাসিক বাইকের মডেলটি তৈরি করা হয়েছে। তবে এই বাইকে আপনি সাবফ্রেম পাবেন না, এর জায়গায় আপনি একটি পিলিয়ন সিট ও একটি ববার স্টাইলের ওভারহ্যাং সিট পাবেন।
রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিকের সামনে একটি সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল রয়েছে, এটি বাইকটিকে বিপরীতমুখী দেখায়। এর সামনে ১৯ ইঞ্চির চাকা ও পিছনে ১৬ ইঞ্চির চাকা রয়েছে। এই বাইকের দৈর্ঘ্য রয়েছে ২১৩০ মিমি এবং প্রস্থ ১২০০ মিমি। এছাড়াও বাইকটিতে ১৪০০ মিমির হুইলবেস রয়েছে।
রয়্যাল এনফিল্ড বাইকের টায়ারে নতুন সাদা দেওয়ালের রঙ ব্যবহার করা হয়েছে, এতে টিউবলেস তারের স্পোক হুইল দেওয়া হয়েছে, বাইকটিতে টিয়ারড্রপ সাইজের ফুয়েল ট্যাঙ্ক, ফরোয়ার্ড সেট ফুটপেগ, রাউন্ড এলইডি হেডল্যাম্পের মত ফিচার্স পেয়ে যাবেন আপনি।
রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক বাইকের পাওয়ারট্রেন
পাওয়ারট্রেনের কথা বলতে গেলে এই বাইকে রয়েছে একটি ৩৪৯ সিসির সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন যা ২০ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক জেনারেট করে। একটি ৫ স্পিডের গিয়ারবক্সের সঙ্গে যুক্ত এই ইঞ্জিনটি খুবই শক্তিশালী। মোটরবাইকের সামনে টেলিস্কোপিক ফর্ক রয়েছে, পিছনে রয়েছে টুইন শক অ্যাবসর্বার সাসপেনশন সেট আপ, এতে ডিস্ক ব্রেক ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমের সুবিধে রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Gold Price: ৭ দিনে কয়েক হাজার টাকা বেড়ে গেল সোনার দাম, এখন কিনলে কত দামে পাবেন ?