Electric Vehicle: বৈদ্যুতিন গাড়ি-বাইক আরও সস্তায় মিলবে, সরকার দেবে এই সুবিধে
Govt Schemes for Electric Vehicle: প্রথম পর্যায়ের FAME প্রকল্পে ২.৮ লক্ষ হাইব্রিড গাড়ির জন্য সরকার থেকে ৩৫৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এর সঙ্গে আনা হয়েছিল ৪২৫টি বৈদ্যুতিন ও হাইব্রিড বাসও।
EV Car: হাইব্রিড এবং বৈদ্যুতিন গাড়ি-বাইকের চাহিদা বাড়াতে ভারত সরকার এবার চালু করবে FAME III প্রকল্প। খুব শীঘ্রই এই প্রকল্পের বাস্তুবায়ন করতে পারে সরকার, এমনটাই জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সরকার এই প্রকল্পটি প্রকাশের ব্যাপারে কোনও সময়সীমা জানায়নি। এবার নতুন ফেম থ্রি প্রকল্পের অধীনে দ্রুত যানবাহন উৎপাদন এবং তাতে ভর্তুকি দেওয়া চালু করবে কেন্দ্র সরকার।
কী পরিকল্পনা করেছে সরকার
দেশের ভারী শিল্প মন্ত্রী এইচডি কুমারস্বামী একটি ইভেন্টে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় জানান যে সরকারের পক্ষ থেকে ফেম থ্রি প্রকল্পের জন্য পরিকল্পনা চলছে, খুব তাড়াতাড়ি এই প্রকল্পের বাস্তবায়ন করা হবে। ২০১৫ সালে প্রথম দেশের ভারী শিল্পমন্ত্রক এই ফেম প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের উদ্দেশ্য হল ভারতে হাইব্রিড ও বৈদ্যুতিন গাড়ির চাহিদা বাড়ানো। FAME কথার অর্থ হল Faster Adoption and Manufacturing of Electric Vehicles। প্রথমে মূলত বৈদ্যুতিন গাড়ির চাহিদা বাড়ানোর জন্য এই প্রকল্প চালু হলেও পরে তার সঙ্গে জুড়ে যায় হাইব্রিড গাড়িও।
প্রথম পর্যায়ের প্রকল্পের উদ্দেশ্য
২০১৫ সালে শুরু হয়ে ২০১৯ সাল পর্যন্ত চলেছিল ভারত সরকারের FAME প্রকল্পের প্রথম পর্যায়। এই প্রথম পর্যায়ের জন্য সরকার মোট ৮৯৫ কোটি টাকা বরাদ্দ করেছিল। ভারত সরকার প্রথম পর্বে এই চারটি বিষয়ের উপরেই ফোকাস করেছিল। এই পরিকল্পনার অধীনে প্রযুক্তিগত উন্নয়ন, চাহিদা তৈরি, পাইলট প্রকল্প, চার্জিং ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদিতে ফোকাস করা হয়েছিল।
প্রথম পর্যায়ের পরের ফলাফল
প্রথম পর্যায়ের FAME প্রকল্পে ২.৮ লক্ষ হাইব্রিড গাড়ির জন্য সরকার থেকে ৩৫৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এর সঙ্গে আনা হয়েছিল ৪২৫টি বৈদ্যুতিন ও হাইব্রিড বাসও। ৫২০টি চার্জিং স্টেশন, তাঁর পরিকাঠামো নির্মাণের জন্য সরকার খরচ করেছিল ৪৩ কোটি টাকা। এর টেকনোলজি ডেভেলপমেন্ট প্রকল্পের জন্য খরচ হয়েছিল ১৫৮ কোটি টাকা।
দ্বিতীয় পর্যায়ে বেড়েছে বাজেট
প্রথম পর্যায়ের ফলাফল বিবেচনা করে ভারত সরকার ২০১৯ সালে FAME II স্কিমের অধীনে বাজেট বাড়িয়ে ১১,৫০০ কোটি টাকা বরাদ্দ করে। এই পর্যায়ের পরিকল্পনা চলেছে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত। FAME II স্কিম থেকে ১৬ লক্ষ ৭১ হাজার ৬০৬টি বৈদ্যুতিন গাড়ির জন্য সরকার থেকে ৬৮২৫ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। এই দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের অধীনে ৬৮৬২টি বৈদ্যুতিন বাসও শহরের রাস্তায় চালানোর জন্য নির্মিত হয়েছিল।
আরও পড়ুন: SBI Alert: বিপদের মুখে লক্ষ লক্ষ গ্রাহক, ভুয়ো মেসেজ নিয়ে সতর্কতা জারি এই ব্যাঙ্কের