এক্সপ্লোর
Toyota Camry Facelift : লেক্সাসের মতো দেখতে, নতুন টয়োটা ক্যামরি ফেসলিফ্টের প্রথম ছবি প্রকাশ্য়ে, কেমন দেখতে গাড়ি
Toyota Camry Facelift : বিলাসবহুল সেডান দামী মেটাল, ডার্ক ব্লু, সিমেন্ট গ্রে, ইমোশনাল রেড, অ্যাটিটিউড ব্ল্যাক এবং প্লাটিনাম হোয়াইট পার্ল সহ বিভিন্ন রঙের অপশন নিয়ে এসেছে।
নজরকাড়া ডিজাইন নিয়ে এল টয়োটার নতুন ক্যামরি, রইল ছবি।
1/6

Toyota ভারতে নতুন Camry হাইব্রিড সেডান লঞ্চ করেছে যার মূল্য 48 লক্ষ টাকা। বিলাসবহুল সেডান দামী মেটাল, ডার্ক ব্লু, সিমেন্ট গ্রে, ইমোশনাল রেড, অ্যাটিটিউড ব্ল্যাক এবং প্লাটিনাম হোয়াইট পার্ল সহ বিভিন্ন রঙের অপশন নিয়ে এসেছে। এটি একটি হাইব্রিড পাওয়ারট্রেনের সঙ্গে বাজারে এসেছে। যার মধ্যে একটি 2.5 লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে। হাইব্রিড ইঞ্জিনের কারণে এর মাইলেজ 25.49 kmpl। কোম্পানি এই দাবি করছে।
2/6

এর ফলে নতুন টয়োটা ক্যামরি আগের তুলনায় অনেক বেশি জ্বালানি সাশ্রয়ী গাড়ি হবে। এর মাইলেজ ফিগার অন্যান্য সেডানের তুলনায় ভাল। এই শ্রেণির গাড়ির তুলনামূলক আলোচনায় দামের কাছে এটি কিছু ছোট হ্যাচব্যাককেও হার মানায়! এর দাবি করা মাইলেজ 25.49 kmpl
Published at : 12 Dec 2024 10:49 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















