Komaki Electric Bike: এক চার্জেই ছুটবে ২৫০ কিমি, ৩৫ হাজার টাকার ছাড় মিলছে এই বৈদ্যুতিন বাইকে; লুকেই হবে বাজিমাত
Komaki Ranger Bike: কোমাকি সংস্থা তাদের একটি বৈদ্যুতিন বাইকে বিপুল ছাড় দিচ্ছে। এই মাসের জন্য কোমাকি রেঞ্জার বাইকে মিলছে ৩৫ হাজার টাকার ছাড়। এই বাইকের এক্স শোরুম দাম রয়েছে ১.৪০ লক্ষ টাকা।

Bike News: ভারতে দ্রুত হারে বেড়েই চলেছে বৈদ্যুতিন টু-হুইলার বাইক-স্কুটারের দুনিয়া। আর এই ক্রমবর্ধমান প্রতিযোগিতায় বাইক নির্মাতা সংস্থা হিসেবে পরিচিতি পেয়েছে কোমাকি। এই সংস্থা ক্রমেই তাদের পণ্য ও তার গুণমানের কারণে বাইকপ্রেমীদের মধ্যে (Komaki Ranger Bike) জনপ্রিয়তা পেয়েছে। তবে এখনও পর্যন্ত কোমাকি (Electric Bike) সংস্থা দেশের বড় বড় বাইক স্কুটার নির্মাতা সংস্থার স্তরে উঠে আসেনি, তবু এই সংস্থা সম্প্রতি বিপুল ছাড় ঘোষণা করেছে তাদের একটি বাইকের (Bike News) উপরে। মূলত গ্রাহকদের আকৃষ্ট করতেই এই উদ্যোগ নিয়েছে সংস্থা। তবে এই ছাড় কেবলমাত্র এই মাসের জন্যই মিলবে, ফলে আর হাতে বেশি সময় নেই।
কোমাকির ক্রুজার বৈদ্যুতিন বাইক
কোমাকি সংস্থা তাদের একটি বৈদ্যুতিন বাইকে বিপুল ছাড় দিচ্ছে। এই মাসের জন্য কোমাকি রেঞ্জার বাইকে মিলছে ৩৫ হাজার টাকার ছাড়। এই বাইকের এক্স শোরুম দাম রয়েছে ১.৪০ লক্ষ টাকা। এতে আপনি পাবেন ৩.৬ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি যাতে আপনি একবার সম্পূর্ণ চার্জ দিলে ২০০ কিমি রাস্তা যেতে পারবেন। বাইকে সর্বোচ্চ গতি ওঠে ঘণ্টায় ৮০ থেকে ৮৮ কিমি। আর চার্জিংয়ের কথা বললে এই বাইকে মাত্র ৪ ঘণ্টার মধ্যেই ০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়।
অনেক উন্নত মানের ফিচার্স আছে এই বাইকে
কোমাকি রেঞ্জার বাইকে আপনি পাবেন অনেক ধরনের আধুনিক সব ফিচার্স। এতে রয়েছে এলইডি লাইট, এক্সহস্ট সাউন্ডের জন্য স্পিকার, আরামদায়ক সিট, ডুয়াল প্যাসেঞ্জার ফুটরেস্ট, রিয়ার টেল ল্যাম্প গার্ড, ব্যাক রেস্ট, সাইড স্ট্যান্ড সেন্সর, ফ্রন্ট বডি গার্ড, মোবাইল চার্জিং পোর্ট ইত্যাদি সব সুবিধে। এতে টার্বো মোডের সুবিধেও পাবেন। তাছাড়া রয়ছে ব্লুটুথ সাউন্ড সিস্টেম, গিয়ার মোড, রিভার্স মোড, ক্রুজ কন্ট্রোল ইত্যাদিও। এই মডেলে অনবোর্ড নেভিগেশন, ৭ ইঞ্চির আপগ্রেডেড টিএফটি স্ক্রিন। এই বাইকের ব্যাটারিতে ৩০ হাজার কিমি এবং ৩ বছরের ওয়্যার্যান্টি রয়েছে।
কোমাকির পণ্যের প্রোফাইলে লো স্পিড এবং হাই স্পিড দুই ধরনের বাইকই রয়েছে। লো স্পিডের বাইকগুলির মধ্যে রয়েছে SE/X4, XR1, CAT-2.0, XGT-X1, MG-PRO, XGT-KM, X5, X2 VOGUE এবং VP। হাইস্পিড বাইকগুলির মধ্যে রয়েছে X3, SE-Pro, SE-Ultra, SE-Max, MG-PRO+, X-ONE PRIME, X-ONE ACE, CAT 2.0 NXT, CAT 3.0, FLORA, VENICE, TN-95 এবং LY।






















