Maruti Discount: মারুতির গাড়ি কিনবেন ভাবছেন ? ১ লক্ষ টাকা কমে পাবেন দুরন্ত ফিচার্সের এই জনপ্রিয় মডেল
Maruti Discount Offer: আপনি যদি মারুতি সুজুকির ফ্রঙ্কস মডেল কিনতে চান, এবং কোনও ভাল অফারের অপেক্ষায় থাকেন, তাহলে এটাই আদর্শ সময়। মারুতি সুজুকি বলছে ১ লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলছে মারুতি ফ্রঙ্কস গাড়িতে।

Maruti Suzuki: ভারতের সেরা অন্যতম গাড়ি নির্মাতাদের মধ্যে মারুতি শীর্ষস্থানে রয়েছে। মারুতির গাড়িতে এই মাসে অনেক ধরনের অফার রয়েছে এবং এই অফারের কারণে আপনি চাইলে অনেক কম দামে মারুতির এই গাড়ি (Maruti Car) কিনতে পারেন। গ্রাহকদের আকৃষ্ট করতেই এই ছাড় ঘোষণা করেছে মারুতি সুজুকি। আর মারুতির অন্য সমস্ত মডেলের মধ্যে মারুতি ফ্রঙ্কসে ব্যাপক (Maruti Car Discount) ছাড় দিচ্ছে সংস্থা। ১ লক্ষ টাকা পর্যন্ত কমে পাবেন এই গাড়িটি।
কী কী ছাড় মিলছে
আপনি যদি মারুতি সুজুকির ফ্রঙ্কস মডেল কিনতে চান, এবং কোনও ভাল অফারের অপেক্ষায় থাকেন, তাহলে এটাই আদর্শ সময়। মারুতির তথ্য অনুসারে, এক লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলছে মারুতি ফ্রঙ্কস গাড়িতে। এর মধ্যে ৩৫ হাজার টাকার নগদ ছাড় রয়েছে। আর রয়েছে ৪৩ হাজার টাকার ভেলোসিটি কিট অ্যাক্সেসরি প্যাকেজ, ১৫ হাজার টাকার স্ক্র্যাপিং বেনিফিট, আর ১০ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস। এই অফারটি কিন্তু শুধুমাত্র এপ্রিল মাসের জন্যই প্রযোজ্য। ফলে হাতে আর মাত্র ১৮ দিন সময় আছে। ৩০ এপ্রিলের মধ্যেই এই গাড়ি কিনলে আপনি এই ছাড় পেতে পারেন। তবে অফারের মূল বিষয়গুলি একেক শহরে একেক রকম হতে পারে। এমনকী গাড়ির স্টকের উপরেও নির্ভর করবে এই অফার। আগ্রহী গ্রাহকরা নিকটবর্তী ডিলারশিপের কাছে গিয়ে এই অফারের ব্যাপারে বিশদে জানতে পারেন।
কত দাম পড়বে
মারুতি সুজুকি ফ্রঙ্কস গাড়ির দাম শুরু হচ্ছে ৭.৫২ লক্ষ টাকা থেকে। আর এই মারুতি ফ্রঙ্কসের টপ এন্ড মডেলের দাম পড়বে ১২.৮৮ লক্ষ টাকা। এই গাড়িতে ১০টিরও বেশি ভ্যারিয়ান্ট পাবেন আপনি যাতে গ্রাহকরা তাদের পছন্দসই ট্রিমটি বেছে নিতে পারেন।
ইঞ্জিনের কী বিকল্প
এই গাড়ির ইঞ্জিনে দুটি পেট্রোল ও একটি সিএনজি ইঞ্জিন ইনস্টল করা রয়েছে। দুটি পেট্রোল ইঞ্জিন ১১৯৭ সিসি ও ৯৯৮ সিসির এবং সিএনজি ইঞ্জিনটি ১১৯৭ সিসির। এই ইঞ্জিনগুলি একইসঙ্গে ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশনের জন্য উপযুক্ত করে তোলা হয়েছে। মাইলেজের কথা বলতে গেলে এই মারুতি ফ্রঙ্কস মডেলে আপনি এক লিটার তেলে ২০.০১ কিমি থেকে ২২.৮৯ কিমি পর্যন্ত রাস্তা যেতে পারবেন।
ইভিতে ছাড়
মারুতি ছাড়াও দেশের সবথেকে সস্তার ইভি এমজি কমেটের মডেলেও ৪৫ হাজার টাকার ছাড় দিচ্ছে এমজি মোটর সংস্থা। এমজি কমেট ইভির ২০২৪ মডেল ইয়ারের গাড়িগুলিতে সর্বোচ্চ ৪৫ হাজার টাকার ছাড় চলছে এপ্রিল মাসের জন্য। এর মধ্যে রয়েছে ২০ হাজার টাকার নগদ ছাড় এবং ২০ হাজার টাকা পর্যন্ত লয়্যালটি বোনাস আর ৫ হাজার টাকা পর্যন্ত কর্পোরেট ছাড়ের সুযোগ।






















