MG Comet EV: দেশের সবথেকে সস্তা ইভি এবার আরও সস্তা, ৪৫ হাজার টাকা পর্যন্ত মিলবে ছাড়; ২৩০ কিমি রেঞ্জ পাবেন এই ইভিতে
MG Comet EV Discount Offer: এমজি কমেট ইভির ২০২৪ মডেল ইয়ারের গাড়িগুলিতে সর্বোচ্চ ৪৫ হাজার টাকার ছাড় চলছে এপ্রিল মাসের জন্য।

EV Discount Offer: জেসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া সংস্থা সম্প্রতি ভারতের বাজারে এমজি কমেট ইভির একটি আপডেটেড সংস্করণ এনেছে। দেশের সবচেয়ে সস্তা ইভি এটিই। আর এবারে এই সস্তা ইভিটিই আরও সস্তায় পাবেন আপনি। বিপুল ছাড় দিচ্ছে এমজি মোটর ইন্ডিয়া (MG Motor India) সংস্থা। এমজি কমেট ইভিতে আপনি সর্বোচ্চ ৪৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। ইভি কেনার পরিকল্পনা করে থাকলে এই সুযোগ আপনার জন্য উপযুক্ত।
এমজি কমেট ইভির ২০২৪ মডেল ইয়ারের গাড়িগুলিতে সর্বোচ্চ ৪৫ হাজার টাকার ছাড় চলছে এপ্রিল মাসের জন্য। এর মধ্যে রয়েছে ২০ হাজার টাকার (EV Discount Offer) নগদ ছাড় এবং ২০ হাজার টাকা পর্যন্ত লয়্যালটি বোনাস আর ৫ হাজার টাকা পর্যন্ত কর্পোরেট ছাড়ের সুযোগ। এই ছাড়ের সুযোগ বিভিন্ন ভিত্তিতে পেতে পারেন আপনি।
তাছাড়াও এমজি কমেট ইভির ২০২৫ মডেল ইয়ারের গাড়িগুলিতে ৪০ হাজার টাকা এবং ১৫ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড় পাওয়া যাচ্ছে। এই অফারটি বিভিন্ন ধরনের হতে পারে আপনার জন্য।

এমজি কমেট ইভির রেঞ্জ ও বৈশিষ্ট্য
এমজি কমেমট ইভির ফিচার্স সম্পর্কে বলতে গেলে এতে রয়েছে ১৭.৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক, এই গাড়িটি ৪২ পিএস শক্তি এবং ১১০ এনএম টর্ক উৎপন্ন হয়। এই গাড়িতে ৩.৩ কিলোওয়াট আওয়ারের চার্জার দেওয়া হয়েছে যার মাধ্যমে ৫ ঘণ্টায় ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া যেতে পারে।
ব্ল্যাকস্টর্ম সংস্করণও পাওয়া যাবে বাজারে
এমজি কমেট ইভির এই ব্ল্যাকস্টর্ম সংস্করণটি যান্ত্রিকভাবে স্ট্যান্ডার্ড মোডের মতই। এই গাড়িতে ১৭.৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে। এমজি মোটর্সের এই বৈদ্যুতিন গাড়ির এমআইডিসি রেঞ্জ ২৩০ কিমি। অর্থাৎ একবার সম্পূর্ণ চার্জ দিলে এই গাড়িতে ২৩০ কিমি রাস্তা যাওয়া যাবে। এমজির সমস্ত আইসিই চালিত মডেলের ব্ল্যাকস্টর্ম সংস্করণ ইতিমধ্যে লঞ্চ করা হয়েছে।
কমেট ইভির ব্ল্যাকস্টর্ম সংস্করণে ডুয়াল ১০.২৫ ইঞ্চির স্ক্রিন রয়েছে, একটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের জন্য এবং অন্যটি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেমের জন্য। এই গাড়িতে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে-র ফিচার্স দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য এই গাড়িতে পিছনের পার্কিং ক্যামেরা এবং ডুয়াল এয়ারব্যাগ রয়েছে।
টাটা টিয়াগো ইভিতেও চলছে বিপুল ছাড়। সর্বোচ্চ ৮৫ হাজার টাকা পর্যন্ত ছাড় রয়েছে এই গাড়িতে। তাও শুধু এপ্রিল মাসের জন্য। টাটা টিয়াগো ইভির দাম শুরু হচ্ছে ৭.৯৯ লক্ষ টাকা থেকে, আর এই গাড়ির দাম পৌঁছাবে টপ মডেলের জন্য ১১.১৪ লক্ষ টাকা পর্যন্ত।























