Maruti Suzuki: এপ্রিলেই দাম বাড়ছে মারুতির এই গাড়িগুলির! কোন কোন মডেল দামি হচ্ছে?
Maruti Suzuki Car Price Hike: কোম্পানি ২০২৫ সালের জানুয়ারির শেষ থেকে তার গাড়ির দাম বাড়ানোর পরিকল্পনা করেছে।

নয়া দিল্লি: কেন্দ্রীয় বাজেটের দিন থেকেই গাড়ির দাম বাড়িয়ে চলেছে মারুতি সুজুকি। ২০২৫ সালের এপ্রিল থেকে গাড়ির দাম ৪ শতাংশ দাম বাড়তে চলেছে মারুতির গাড়ির। তবে গাড়ির মডেল অনুযায়ী দামবৃদ্ধির ফারাক হবে। যদিও ১ হাজার ৫০০ টাকা থেকে ৩২ হাজার ৫০০ টাকা পর্যন্ত দাম বাড়বে বলেই খবর।
২০২৪ সালে ভারতে ১৭.৫৫ লক্ষ ইউনিট বিক্রি করা মারুতি সুজুকি একটি পোস্টে জানিয়েছে, এই দাম বৃদ্ধির কারণ হল খরচ কমানোর পদক্ষেপ। যদিও কোম্পানিটি গ্রাহকদের উপর প্রভাব কমানোর জন্য চেষ্টা করছে বর্ধিত খরচের কিছু অংশ বাজারে হস্তান্তর করতে। ক্রমবর্ধমান ইনপুট খরচ এবং পরিচালন ব্যয়ের পরিপ্রেক্ষিতে, কোম্পানি ২০২৫ সালের জানুয়ারির শেষ থেকে তার গাড়ির দাম বাড়ানোর পরিকল্পনা করেছে।
তবে এপ্রিলে এই দাম বৃদ্ধির কথা আগেই জানিয়েছিল সংস্থাটি। সিএনবিসি-টিভি ১৮-এর একটি প্রতিবেদন অনুসারে, অটো মেজর Maruti Suzuki India 2025 সালের জানুয়ারিতে শুরু হওয়া ত্রৈমাসিকের উপর নির্ভর করে তাদের গাড়ির দাম ৪ শতাংশ পর্যন্ত বাড়াতে প্রস্তুত এর কথা জানিয়েছিল। মারুতি সুজুকি আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে স্টক এক্সচেঞ্জকে জানিয়েছিল।
আরও পড়ুন, মারুতি সুইফট সিএনজি নিতে চান, কত টাকা লাগবে EMI? রইল পুরো হিসেব
ভারতের অধিকাংশ গাড়ি প্রস্তুতকারক সংস্থাই নতুন বছরের শুরু থেকে বাড়িয়েছে তাদের গাড়ির দাম। সেই তালিকায় রয়েছে টাটা মোটরস থেকে হুন্ডাই ইন্ডিয়া, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা থেকে বিএমডব্লিউ-র মতো সংস্থা।
অন্যদিকে, Hyundai Motor India বলেছিল, সংস্থা ২০২৫ সালের জানুয়ারি থেকে তার সব গাড়ির দাম ২৫ হাজার টাকা পর্যন্ত বাড়বে এমনটাই জানিয়েছিল। কোম্পানির ক্রমবর্ধমান খরচের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। Hyundai Motor India-র সিইও তরুণ গর্গ একটি বিবৃতিতে বলেছিলেন, ক্রমবর্ধমান খরচগুলিকে যতটা সম্ভব ব্যালেন্স করতে। আমাদের গ্রাহকদের উপর ন্যূনতম প্রভাব নিশ্চিত করতে৷ ইনপুট খরচের বৃদ্ধির সঙ্গে এখন এই ব্যয় বৃদ্ধি হয়েছে । এই মূল্য বৃদ্ধি সব মডেলে করা হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


















