![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ola Bikes: স্বাধীনতা দিবসে ওলা আনল দেশের প্রথম ই-বাইক, দাম শুরু ৭৫ হাজার থেকেই
Ola Electric Bike: ওলা রোডস্টার বাইকে থাকবে তিনটি ব্যাটারির বিকল্প। ২.৫ কিলোওয়াট আওয়ার, ৩.৫ কিলোওয়াট আওয়ার এবং ৪.৫ কিলোওয়াট আওয়ার। ওলা দাবি করছে এই বাইকে সর্বোচ্চ ১২৪ কিমি গতি উঠতে পারে।
![Ola Bikes: স্বাধীনতা দিবসে ওলা আনল দেশের প্রথম ই-বাইক, দাম শুরু ৭৫ হাজার থেকেই Ola Electric launched indias first Electric Bike on Independence Day 2024 check price Ola Bikes: স্বাধীনতা দিবসে ওলা আনল দেশের প্রথম ই-বাইক, দাম শুরু ৭৫ হাজার থেকেই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/15/b16d7bac4776bdc225861b77ceb44a711723728686027900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Ola Roadstar Series: ৭৮তম স্বাধীনতা দিবসের দিনে ওলা নিয়ে এল এক বিরাট চমক। দেশে এখন ইভি সেগমেন্টে প্রায়দিনই নিত্য-নতুন গাড়ির আনাগোনা। বহু সংস্থা তাদের নতুন নতুন মডেল বাজারে নিয়ে আসছে। আর বৈদ্যুতিন স্কুটারের দুনিয়ায় যেখানে ওলা ইলেকট্রিকের (Ola Roadstar) একটা বড় মার্কেট শেয়ার আছে, সেখানে এবার বাইকের দুনিয়াতেও জুড়ে গেল ওলার (Ola Electric Bike) নাম। দেশের প্রথম বৈদ্যুতিন বাইক নিয়ে এল ওলা ইলেকট্রিক। স্বাধীনতা দিবসের দিনে হল তার উদ্বোধন।
আজ ১৫ অগাস্ট এই বাইকের উদ্বোধন দিনে সংস্থার সিইও ভবীশ আগরওয়াল এবং বাইকের ডিজাইনার রামকৃপা অনন্তম এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর উদ্বোধনের সময় ভবীশ আগরওয়াল জানান যে এই রোডস্টার বাইক সিরিজটি তাঁর অত্যন্ত পছন্দের বাইকের মধ্যে একটি।
কত দামে পাওয়া যাবে ওলার বৈদ্যুতিন বাইক
দেশের বাজারে ওলা তাদের প্রথম বৈদ্যুতিন বাইকের প্রাথমিকভাবে তিনটি মডেল নিয়ে এসেছে রোডস্টার এক্স, রোডস্টার এবং রোডস্টার প্রো। এর মধ্যে রোডস্টার এক্সের দাম ৭৪,৯৯৯ টাকা আর বাকি দুটি মডেলের দাম যথাক্রমে ১,০৪,৯৯৯ টাকা এবং ১,৯৯,৯৯৯ টাকা।
ওলা রোডস্টার এক্সে থাকবে তিন ব্যাটারি প্যাক
ওলা রোডস্টার বাইকে থাকবে তিনটি ব্যাটারির বিকল্প। ২.৫ কিলোওয়াট আওয়ার, ৩.৫ কিলোওয়াট আওয়ার এবং ৪.৫ কিলোওয়াট আওয়ার। ওলা দাবি করছে এই বাইকে সর্বোচ্চ ১২৪ কিমি গতি উঠতে পারে। ৪.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক যুক্ত বাইকে রেঞ্জ পাওয়া যাবে ২০০ কিমি।
ওলা রোডস্টারের ফিচার্স
ওলা রোডস্টারেও একইভাবে তিনটি ব্যাটারির বিকল্প থাকবে। তবে এক্ষেত্রে ৩.৫, ৪.৫ ও ৬ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি থাকবে এবং এতে ২ সেকেন্ডের মধ্যেই গতি উঠবে ৪০ কিমি। ৬.৮ ইঞ্চির একটি টিএফটি স্ক্রিনও থাকবে এই বাইকে। গাড়ির সর্বোচ্চ গতি হবে ২৪৮ কিমি।
ওলা রোডস্টার প্রো
ওলার এই অ্যাডভান্সড মডেলে থাকবে ১৬ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। একবার চার্জ দিলে এই বাইকে যাওয়া যাবে ৫৭৯ কিমি রেঞ্জ। রোডস্টার প্রো বাইকে থাকছে একটি ১০ ইঞ্চির টিএফটি টাচস্ক্রিন, এই বাইকেও আবার ২ চ্যানেলের সুইচেবল এবিএস সিস্টেম রয়েছে।
আরও পড়ুন: Electric Car: বৈদ্যুতিন গাড়িতে রেজিস্ট্রেশন ফি মকুব করবে সরকার ! কত কমবে দাম ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)