Electric Car: বৈদ্যুতিন গাড়িতে রেজিস্ট্রেশন ফি মকুব করবে সরকার ! কত কমবে দাম ?
EV Price Cut: ৫ জুলাই উত্তরপ্রদেশে রাজ্য সরকার ঘোষণা করেছিল যে বৈদ্যুতিন গাড়ির উপর রেজিস্ট্রেশন ট্যাক্স ৮-১০ শতাংশ যা নেওয়া হয় তা মকুব করে দেওয়া হবে। তবে তা শুধুমাত্র প্লাগ ইন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে।
Registration Fee on EV: দেশের কেন্দ্র সরকার তার নয়া ইভি নীতিতে এবার ধীরে ধীরে হাইব্রিড ও বৈদ্যুতিন গাড়ির উপরে রেজিস্ট্রেশন ফি (Electric Car) মকুব করার কথা চিন্তা করছে। এখন উত্তরপ্রদেশে এই গাড়ির জন্য রেজিস্ট্রেশন ফি (Registration Fee) হিসেবে দিতে হয় ৮-১০ শতাংশ। আর একবার এই মর্মে বিল পাশ হয়ে গেলে বৈদ্যুতিন গাড়ি ও হাইব্রিড গাড়ির (EV Car Price) দাম প্রায় একধাক্কায় ৪ লাখ টাকা কমে যাবে।
৫ জুলাই উত্তরপ্রদেশে রাজ্য সরকার ঘোষণা করেছিল যে বৈদ্যুতিন গাড়ির উপর রেজিস্ট্রেশন ট্যাক্স ৮-১০ শতাংশ যা নেওয়া হয় তা মকুব করে দেওয়া হবে। তবে তা শুধুমাত্র প্লাগ ইন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে। আর এই কারণেই এই ধরনের গাড়ির অন-রোড দাম এক ধাক্কায় কমে গিয়েছে ৪ লক্ষ টাকা। রবিবার এ নিয়ে একটি বৈঠকও হয় যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, বড় গাড়ি নির্মাতা সংস্থার প্রধান, শিল্প উন্নয়ন মন্ত্রকের আধিকারিকরা।
হাইব্রিড এবং বৈদ্যুতিন গাড়ির জন্য ছাড় ভিন্ন রকম দেওয়া হবে
এর সঙ্গে টাটা মোটরস, হুন্ডাই, কিয়া, মহিন্দ্রা, মারুতি সুজুকি, টয়োটা, হোন্ডা, বাজাজ এই সমস্ত গাড়ি নির্মাতা সংস্থার আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। তবে সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে, প্লাগ ইন এবং হাইব্রিড গাড়ির জন্য এই বিশেষ স্কিম নিয়ে আসবে সরকার যা কেবল বাজার থেকে আইসিই ভার্সনের গাড়ি তুলে নেওয়ার প্রকল্প। তবে বৈদ্যুতিন গাড়ির ব্যাপারে সেভাবে কিছু বলা হয়নি। আর হাইব্রিড গাড়ি (EV Car Price) এবং বৈদ্যুতিন গাড়ির রেজিস্ট্রেশনের ফি আলাদা আলাদা হবে। এই নিয়ে কিছু সংস্থার আধিকারিকরা (EV Car Price) বলেছেন, ৫ জুলাইয়ের যে নির্দেশ দেওয়া হয়েছিল তা বাড়ানো হবে এবং হাইব্রিড সহ সমস্ত সবুজ প্রযুক্তির গাড়ির ক্ষেত্রেই তা করা হবে। তবে উত্তরপ্রদেশের মুখ্যসচিব জানিয়েছেন যে, রাজ্যের ইভি নীতি মূলত হাইব্রিড ও বৈদ্যুতিন গাড়ির জন্য প্রযোজ্য হবে। ফলে দুই ধরনের গাড়িই এই নীতির সুবিধে পাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Income Tax: এক টাকাও কর দিতে হত না নাগরিকদের, করের বোঝা শূন্য করতে চেয়েছিলেন অর্থমন্ত্রী ?