Ola Electric Scooter: মাত্র ৪০ হাজারেই পাবেন ওলার এই নতুন বৈদ্যুতিন স্কুটার- কত রেঞ্জ, কী ফিচার্স ?
Ola Gig Electric Scooter: সম্প্রতি আরেকটি নতুন স্কুটারের মডেল ওলা নিয়ে এসেছে ভারতের বাজারে। মাত্র ৪০ হাজারের মধ্যেই এই স্কুটার (Ola Electric Scooter) পেয়ে যাবেন। টপ এন্ড মডেলের নাম রয়েছে গিগ প্লাস।
Ola Gig Electric: ওলা ইলেকট্রিক ভারতের বাজারে তাদের পোর্টফোলিও আরও বাড়ানোর চেষ্টা করে চলেছে। আর তাই ওলা ইলেকট্রিক নানা ধরনের প্রোডাক্ট লঞ্চ করছে বাজারে। সম্প্রতি আরেকটি নতুন স্কুটারের মডেল ওলা নিয়ে এসেছে ভারতের বাজারে। মাত্র ৪০ হাজারের মধ্যেই এই স্কুটার (Ola Electric Scooter) আপনি পেয়ে যাবেন। আর দুটি মাত্র ভ্যারিয়ান্টে এটি পাওয়া যাবে ভারতের বাজারে। টপ এন্ড মডেলের নাম রয়েছে গিগ প্লাস যার দাম একটু বেশি ৪৯,৯৯৯ টাকা। একেবারে আশ্চর্য লুকের এই বৈদ্যুতিন স্কুটারের আরও কী ফিচার্স ?
ওলা গিগ মূলত একটি পণ্যবাহী বৈদ্যুতিন স্কুটার, যাত্রীবাহী স্কুটারের বদলে এবার বাণিজ্যিক গাড়ির দুনিয়াতেও পা রাখল ওলা। চালকদের জন্য এতে রয়েছে একটি বড়সড় সিঙ্গল আর এর পিছনে একটি বড় ক্যারিয়ারও রয়েছে। এর মধ্যে সবকটিই মিনিমালিস্টিক প্যাটার্নের এবং বেয়ারবোন ডিজাইনের। গিগ ইলেকট্রিকের থেকে গিগ প্লাসের লুক অনেকটাই আলাদা। এর অতিরিক্ত বডি পার্ট বডি প্যানেলে অ্যাপ্রনের মত একটা কাঠামো তৈরি করেছে। আর এই ইভিতে রয়েছে ১২ ইঞ্চির একটি ছোট্ট চাকা।
হার্ডওয়্যারের কথা বলতে গেলে দুই চাকাতেই ওলা গিগ স্কুটারে রয়েছে ড্রাম ব্রেক। সাসপেনশনে লাগানো আছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক। ওলা গিগে ছোট ২৫ ওয়াটের ইলেকট্রিক মোটর লাগানো আছে যার মাধ্যমে সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘণ্টায় গতি উঠতে পারে। কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এই গাড়ি ব্যবহার করা যাবে। আর অন্যদিকে ওলা গিগ প্লাস মডেলে ১.৫ কিলোওয়াটের ইলেকট্রিক মোটর ইনস্টল করা আছে যার মাধ্যমে ৪৫ কিমি প্রতি ঘণ্টায় গতিবেগ উঠতে পারে।
এই দুটি ভ্যারিয়ান্টের বৈদ্যুতিন স্কুটারই সিঙ্গল রিমুভেবল ১.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে চলে। গিগ প্লাস মডেলে গ্রাহকরা চাইলে দুটি ব্যাটারি প্যাক লাগাতে পারেন। আর সিঙ্গল ব্যাটারি প্যাকে ওলা গিগে আপনি ফুলচার্জে ১১২ কিমি রেঞ্জ পাবেন, আর গিগ প্লাস মডেলে আপনি সিঙ্গল ব্যাটারি প্যাকে যেতে পারবেন ৮১ কিমি এবং ডুয়াল ব্যাটারি প্যাকে যেতে পারবেন ১৫৭ কিমি পর্যন্ত। সংস্থার দাবি অনুযায়ী এই স্কুটারে যাতায়াতে দিনে খরচ হবে সর্বোচ্চ ১৫ টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Adani Group: ঘুষকাণ্ড নিয়ে আদানিদের স্পষ্টীকরণ, ২০% ছুটল গ্রুপের স্টক, আশঙ্কা কি কাটল ?