Tata EV Discount: বাইকের থেকেও সস্তায় হবে যাতায়াত, টাটার এই ইভি এখন কিনলে পাবেন ৮৫ হাজার টাকার ছাড়
Tata Tiago EV Discount: টাটা টিয়াগো ইভির দাম শুরু হচ্ছে ৭.৯৯ লক্ষ টাকা থেকে, আর এই গাড়ির দাম পৌঁছাবে টপ মডেলের জন্য ১১.১৪ লক্ষ টাকা পর্যন্ত। এর মধ্যে ৮৫ হাজার টাকা পর্যন্ত মিলবে ছাড়ের সুযোগ।

Tata EV : টাটা মোটরসের টিয়াগো ইভি ভারতের বাজারে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে। বলা হয় ভারতে এন্ট্রি লেভেলের বৈদ্যুতিন গাড়ি হিসেবেই এই টাটা টিয়াগোর পরিচিতি সবথেকে বেশি। এর সাশ্রয়ী দাম, দারুণ ফিচার্স, অনেক কম রানিং কস্টের দরুণ এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। যে হারে দেশে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গিয়েছে, তাতে গাড়ি (Tata EV Discount) চালানোর খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। এই বৈদ্যুতিন গাড়ি (Tata EV) চালাতে আর পেট্রোল কিংবা ডিজেলের জন্য টাকা খরচ করতে হবে না। পেট্রোলের বাইক চালানোর থেকেও এর রানিং কস্ট কম। আর এই গাড়িতেই এপ্রিল মাসে ৮৫ হাজার টাকা পর্যন্ত ছাড় রয়েছে। কী কী ফিচার্স পাবেন এই হ্যাচব্যাকে দেখে নিন।
এই মাসে অনেক ছাড় রয়েছে
টাটা মোটরস ঘোষণা করেছে, ২০২৫ সালের এপ্রিল মাসে টাটা টিয়াগো ইভিতে ব্যাপক ছাড় দেওয়া হবে এবং এই বৈদ্যুতিন গাড়িটি গ্রাহকদের জন্য মিলবে অনেক সস্তায়। ৮৫ হাজার টাকার কনজিউমার ডিসকাউন্ট তো একবারে পাবেন গ্রাহকরা। এছাড়া টাটা টিয়াগোর MY2024 মডেলের জন্য আপনি পাবেন ৩০ হাজার টাকার বোনাস আর অন্যদিকে MY2025 মডেলের জন্য পেয়ে যাবেন ফ্ল্যাট ৪০ হাজার টাকার বোনাস।
গাড়ির দাম কত ? কী কি ফিচার্স
টাটা টিয়াগো ইভির দাম শুরু হচ্ছে ৭.৯৯ লক্ষ টাকা থেকে, আর এই গাড়ির দাম পৌঁছাবে টপ মডেলের জন্য ১১.১৪ লক্ষ টাকা পর্যন্ত। এই বৈদ্যুতিন হ্যাচব্যাক মডেলটি দুটি ব্যাটারির বিকল্প নিয়ে বাজারে আসে, ১৯.২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারিতে আপনি ২৫০ কিমি রেঞ্জ পাবেন আর অন্যদিকে ২৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে ৩১৫ কিমি রেঞ্জ পাবেন আপনি। ১৫ অ্যাম্পিয়ারের বাড়ির চার্জারে এই গাড়ি চার্জ দিতে সম্নয় লাগবে ১৫-১৮ ঘণ্টা।

নিরাপত্তার কী ব্যবস্থা রয়েছে
এতে আপনি পাবেন ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ৪ স্পিকারের হার্মন অডিও সিস্টেম, অটোমেটিক এসি, পুশ স্টার্ট বাটন বা স্টপ বাটন, ক্রুজ কন্ট্রোল, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল ইত্যাদি। সেফটির জন্য এতে আছে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, এবিএস, ইবিডি, রিয়ার পার্কিং ক্যামেরা রাখা হয়েছে।
লো রানিং কস্ট
টাটা মোটরস দাবি করেছে যে টাটা টিয়াগো ইভির রানিং কস্ট প্রতি কিমিতে মাত্র ১.৪ টাকা। এর ফলে এটি বাইক, স্কুটার কিংবা মেট্রোর থেকেও সস্তায় যাতায়াতে সুবিধে দিতে পারবে। দৈনিক যারা ৩০ থেকে ৫০ কিমি পর্যন্ত যাতায়াত করেন, তাদের জন্য এই গাড়িটি দারুণ সুবিধেজনক হবে।






















