Bike Offer: এক ধাক্কায় ১৮ হাজার টাকা কমে গেল এই দুর্ধর্ষ বাইকের দাম, বছর শেষে দারুণ সুযোগ
Triumph Speed T4: ট্রায়াম্ফের এই মডেলের কথা বলতে হলে, ট্রায়াম্ফ স্পিড টি ৪ বাইকটির সঙ্গে অনেকাংশে মিল রয়েছে ট্রায়াম্ফ স্পিড ৪০০ বাইকের। স্পিড ৪০০ বাইকের প্ল্যাটফর্মের উপরেই গড়ে তোলা হয়েছে এই বাইকটি।
Triumph Speed: বছরশেষে আরও গ্রাহকদের আকৃষ্ট করতে এবং বছরের শেষ মুহূর্তে বিক্রি বাড়াতে বড় ছাড় দিচ্ছে এই বাইক নির্মাতা সংস্থা। ট্রায়াম্ফ ইন্ডিয়া (Triumph India Bikes) সংস্থা তাদের স্পিড টি ৪ মডেলে দারুণ ছাড় দিচ্ছে এই সময়ে। এক ধাক্কায় ১৮ হাজার টাকা দাম কমানো হল এই বাইকের। আগে এই বাইকের এক্স শোরুম (Bike News) দাম ছিল ২.১৭ লাখ টাকা। এখন কত দামে পাবেন ?
তবে ট্রায়াম্ফের পক্ষ থেকে খুবই সীমিত সময়ের জন্য এই অফারটি দেওয়া হচ্ছে। ১৪ ডিসেম্বর এই অফার শুরু হয়েছে সংস্থার পক্ষ থেকে। এই মাসের শেষে অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অফারটি, যতক্ষণ পর্যন্ত স্টক থাকবে। আগ্রহী গ্রাহকরা সারা দেশের যে কোনো বৈধ ডিলারশিপের কাছে গিয়ে এই বাইক কিনতে বা বুক করতে পারেন এবং এই ছাড়ের সুযোগ নিতে পারেন। আবার একইভাবে কেউ চাইলে ট্রায়াম্ফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনেও এই বাইক কিনতে বা বুক করতে পারেন।
ট্রায়াম্ফের এই মডেলের কথা বলতে হলে, ট্রায়াম্ফ স্পিড টি ৪ বাইকটির সঙ্গে অনেকাংশে মিল রয়েছে ট্রায়াম্ফ স্পিড ৪০০ বাইকের। বলাই যায় যে স্পিড ৪০০ বাইকের প্ল্যাটফর্মের উপরেই গড়ে তোলা হয়েছে এই ট্রায়াম্ফ স্পিড টি৪ বাইকটি। সদৃশ গোলাকার হেডলাইট সেট আপের সঙ্গে বাজারে এসেছে এই বাইক। সরু এলইডি ইন্ডিকেটরের সঙ্গে বাজারে এসেছে এই বাইক। দুই দিকেই রয়েছে এলইডি ইন্ডিকেটর, বায়াস প্লাই টায়ার্সের উপরে এই ডিজাইন করা হয়েছে।
আরামের জন্য এই বাইকে একটি সিঙ্গল সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, পিলিয়নের জন্য রয়েছে গ্র্যাব হ্যান্ডল। এছাড়াও এই সংস্থা আরামদায়ক একটি টেলিস্কোপিক সাসপেনশন ইউনিট লাগিয়েছে গাড়ির সামনে, পিছনের চাকায় লাগানো আছে শক অ্যাবসর্বার।
পাওয়ারট্রেনের কথা বলতে গেলে এই বাইকে ৩৯৯ সিসির সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন রয়েছে। এতে সর্বোচ্চ ৩০.৬ বিএইপি শক্তি উৎপন্ন হয় ৭০০ আরপিএমে এবং ৫০০০ আরপিএমে সর্বোচ্চ টর্ক উৎপন্ন হয় ৩৬ এনএম। এই ইউনিটে রয়েছে ৬ স্পিডের গিয়ার বক্স, প্রতি রাইডে যেখানে স্মুদ গিয়ার শিফট আছে। এই বাইকে এক লিটার তেলে যাওয়া যাবে ৩০ কিমি রাস্তা। অর্থাৎ ভাল মাইলেজ পাওয়া যাবে এই বাইকে।