TVS Bikes: পুজোর সময় সস্তায় পাবেন টিভিএসের এই বাইক, ১৮ হাজার টাকা কমল দাম
Bikes Under 1 Lakh: টিভিএসের এই বাইকের মূলত তিনটি আলাদা আলাদা ভ্যারিয়ান্ট আছে বেস এডিশন, ডিজি ড্রাম ও ডিজি ডেস্ক। দিল্লিতে এই বাইকের বেস এডিশনের দাম ৫৯,৮৮০ টাকা, কলকাতায় দাম ৫৯,৯২৫ টাকা।
TVS Radeon 110 cc: টিভিএস মোটরস সংস্থা তাদের রেডন কমিউটার মোটরবাইকের নতুন বেস ভ্যারিয়ান্ট (TVS Bikes) বাজারে এনেছে। এই টিভিএস বাইকটি এখন আরও বেশি সাশ্রয়ী। টিভিএস রেডন ১১০ অল ব্ল্যাক রঙের সঙ্গে বাজারে এসেছে। এই বাইকের (TVS Radeon 110) একটিই মাত্র রঙের ভ্যারিয়ান্ট পাওয়া যায়। এই নতুন ভ্যারিয়ান্টটি বাজারে আসার সঙ্গে সঙ্গেই এই বাইকের এক্স শোরুম দাম হয়ে গিয়েছে ৫৯,৮৮০ টাকা। ইতিমধ্যেই এই বাইকের দাম কমে গিয়েছে ১৭,৫১৪ টাকা।
TVS Radeon 110
টিভিএসের এই বাইকের মূলত তিনটি আলাদা আলাদা ভ্যারিয়ান্ট (TVS Radeon 110) আছে বেস এডিশন, ডিজি ড্রাম ও ডিজি ডেস্ক। দিল্লিতে এই বাইকের বেস এডিশনের দাম ৫৯,৮৮০ টাকা, কলকাতায় দাম ৫৯,৯২৫ টাকা। অন্যদিকে এই বাইকের ডিজি ড্রামের এক্স শোরুম দাম ৭৭,৩৯৪ টাকা, আর সবশেষে ডিজি ডিস্কের এক্স শোরুম দাম ৮১,৩৯৪ টাকা। অন্যান্য রাজ্যে এই বাইকের দাম খানিক আলাদা।
TVS বাইকের ইঞ্জিন
টিভিএস রেডনে ১০৯.৭ সিসির একটি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি ৭৩৫০ আরপিএমে ৮.০৮ বিএইচপি শক্তি উৎপন্ন করে। আর অন্যদিকে ৪৫০০ আরপিএমে ৮.৭ এনএম টর্ক তৈরি করে। এই বাইকের ইঞ্জিনটি একটি ৪ স্পিড গিয়ার বক্সের সঙ্গে যুক্ত। এই টিভিএস বাইকের ট্যাঙ্কের জ্বালানি ক্ষমতা ১০ লিটার।
ব্রেকিং সিস্টেম
টিভিএস রেডন ১১০ বাইকের ব্রেকিং সিস্টেম (TVS Radeon 110) সম্পর্কে বলতে গেলে এর সামনে রয়েছে ১৩০ মিমি ড্রাম ব্রেক। এর টপ ভ্যারিয়ান্টে রয়েছে ২৪০ মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক। এর সঙ্গে বাইকের পিছনের চাকায় ১১০ মিমি ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। রেডন ১১০-এর সমস্ত ভ্যারিয়ান্টে ১৮ ইঞ্চির অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে। বাইকটিতে একটি দারুণ ব্রেকিং সিস্টেমও রয়েছে।
টিভিএস বাইকের প্রতিদ্বন্দ্বী
টিভিএস রেডন ১১০-এ এলসিডি স্ক্রিন ও ইউএসবি চার্জিং পোর্টের মত ফিচার্সও (TVS Radeon 110) দেওয়া হয়েছে। এই বাইকটি হোন্ডা সিডি ১১০ ড্রিম ডিএক্স, হিরো স্প্লেন্ডার প্লাস এবং বাজাজ প্লাটিনার মত বাইকের সঙ্গে পাল্লা দেবে বাজারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Hero Electric Scooter: ১৬৫ কিমি রেঞ্জ, কম বাজেটের হিরোর এই বৈদ্যুতিন স্কুটারে দারুণ চমক