(Source: Poll of Polls)
Upcoming SUV: তিন-তিনটে দারুণ SUV এল বাজারে, লুক আর ফিচার্সেই করবে বাজিমাত
Upcoming SUV: এই মাসের শুরুতেই এই সপ্তাহে ভারতের বাজারে লঞ্চ হয়েছে তিন তিনটি সম্পূর্ণ নতুন গাড়ি। সবকটিই দারুণ এসইউভি (Car News) মডেল। কোনটির কত দাম আর কী ফিচার্স ?
SUV Car Launch: উৎসবের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অক্টোবর মাসে নতুন নতুন গাড়িও আসতে চলেছে বাজারে। এই গাড়িগুলির বেশিরভাগই প্রিমিয়াম মডেল। আপনি যদি এই পুজো উপলক্ষ্যে বাড়িতে একটি নতুন প্রিমিয়াম গাড়ি (Upcoming SUV Cars) কেনার কথা ভাবছেন, তাহলে এই প্রতিবেদন আপনারই জন্য। এই মাসের শুরুতেই এই সপ্তাহে ভারতের বাজারে লঞ্চ হয়েছে তিন তিনটি সম্পূর্ণ নতুন গাড়ি। সবকটিই দারুণ এসইউভি (Car News) মডেল। কোনটির কত দাম আর কী ফিচার্স চলুন জেনে নেওয়া যাক।
Kia EV9
৩ অক্টোবর ভারতের বাজারে লঞ্চ হয়ে গিয়েছে কিয়া ইভি ৯ এসইউভি গাড়ির মডেলটি। এই গাড়িতে আপনি ৯৯.৮ কিলোওয়াট আওয়ারের একটি ব্যাটারি প্যাক পাবেন এবং এর কারণে এটি ARAI সার্টিফায়েড রেঞ্জ দেবে ৫৬১ কিলোমিটার। এতে থাকবে ডুয়াল মোটর সেট আপ যা অল হুইল ড্রাইভের সুবিধে দেবে। এই গাড়িতে শক্তি হবে ৩৮৪ এইচপি এবং এর টর্ক হবে ৭০০ এনএম। ইভি৯ একটি ৬ সিটার লে আউটের সঙ্গে আসবে যাতে লেগ সাপোর্টের মত ফিচার্সও থাকবে। এটি একটি সিবিইউ হিসেবেও লঞ্চ করা হবে, এই এসইউভির দাম রাখা হয়েছে প্রায় ১ কোটি টাকার কাছাকাছি।
Kia Carnival
এই তালিকায় দ্বিতীয় গাড়িটি হল কিয়া কার্নিভাল এসইউভি যা কিনা একেবারে নতুন প্রজন্মের মডেল। এর আগের মডেলটি ২০২৩ সালের জুন মাসে বন্ধ করা হয়েছিল, কিন্তু এখন কিয়ার নতুন গাড়ি আসতে চলেছে। এতে থাকবে আরও বেশি পরিমাণে বিলাসবহুল ফিচার্স। প্রাথমিকভাবে দুটি থিমে এই গাড়িটি বাজারে লঞ্চ হয়েছে, এর মধ্যে একটি হল লিমুজিন এবং অন্যটি লিমুজিন প্লাস। গাড়িটি বাজারে এসেছে ৩ অক্টোবর।
Nissan Magnite Facelift
এই তালিকায় তৃতীয় গাড়িটি হল নিসানের ম্যাগনাইট ফেসলিফট। নিসান ম্যাগনাইটের নতুন মডেলে নতুন ফ্রন্ট গ্রিল এবং বাম্পার ডিজাইন দেখা যাবে। এর পাশাপাশি গাড়ির হেডলাইটেও অনেক নতুন পরিবর্তন দেখা যাবে। এই নিসান গাড়িটিতে থাকছে ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন যাতে ৭২ এইচপি শক্তি এবং টার্বো ইঞ্জিন থেকে ১০০ এইচপি শক্তি উৎপন্ন হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Best Powerful Bikes: শুধু বুলেটই নয়, শক্তিশালী বাইক হিসেবে বাজার কাঁপাচ্ছে এই ৩ মডেল