Bangladesh News: ক্ষণে ক্ষণে বিস্ফোরণ, চট্টগ্রামে রাসায়নিক বোঝাই ডিপোয় ভয়াবহ আগুন, মৃত বেড়ে ৩৫
Chattogram Fire: রবিবার সকাল পর্যন্ত ওই ডিপো থেকে ৩৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। আহত প্রায় ৪৫০। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা।
ঢাকা: নয় নয় করে প্রায় ১২ ঘণ্টা হতে চলেছে। কিন্তু এখনও দাউদাউ করে জ্বলছে চট্টগ্রামের (Chattogram Fire) বেসরকারি কন্টেনার ডিপো। সেখানে হাইড্রোজেন পারঅক্সাইড-সহ (Hydrogen Peroxide) বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক (Chemicals) মজবুত রয়েছে বলে জানা গিয়েছে। তাই পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে ওঠার আশঙ্কা করছে স্থানীয় মানুষ। রবিবার সকাল পর্যন্ত ওই ডিপো থেকে ১৯ জনের দেহ উদ্ধার করা হয়। দুপুরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫। এখনও পর্যন্ত আহতের সংখ্যা ৪৫০। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা।
শনিবার রাত থেকে জ্বলছে আগুন
Bangladesh:In a major fire incident at Chattogram’s Sitakunda private Inland Container Depot last night, at least 16 people were killed including two firefighters and more than two hundred injured. pic.twitter.com/f3UCqZdmYt
— All India Radio News (@airnewsalerts) June 5, 2022
চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় একটি বেসরকারি কন্টেনার ডিপো থেকে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। শনিবার রাতে প্রচণ্ড জোরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় সেখান থেকে। সেই থেকে দাউ দাউ করে জ্বলছে ডিপোটি। এ দিনব সকাল থেকেও বেশ কিছু ক্ষণ পর পর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানা গিয়েছে। আমদানি-রফতানিযোগ্য মজুতও ডিপোয় ছিল বলে জানা গিয়েছে।
প্রচুর দাহ্য রাসায়নিক মজুত ডিপোতে
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ডিপোর ভিতর প্রচুর পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড মজুত রয়েছে। হাটহাজারির ঠান্ডাছড়ির আল রাজি কেমিক্যাল কমপ্লেক্সে উৎপন্ন হয় ওই হাইড্রোজেন পারঅক্সাইড। সেগুলি বিদেশে রফতানি করা হত। ঠিক কী থেকে বিস্ফোরণটি ঘটে , তা খনও নিশ্চিত ভাবে জানা যায়নি।
ডিপোর ভিতরে একটি টিনের ছাউনির নীচে রাসায়নিক মজুত করা ছিল বলে জানা গিয়েছে। বিস্ফোরণে ইতিমধ্যেই ওই টিনের চাল উড়ে গিয়েছে। আগুন নেভানোর চেষ্টা চলছে। কিন্তু হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।