এক্সপ্লোর
PAK vs BAN 2nd Test: ঘরের মাঠে ১০ ম্যাচে জয়হীন পাকিস্তান, বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ শান মাসুদের দল
Shan Masood: শান মাসুদই প্রথম পাকিস্তানি ক্রিকেট দলের অধিনায়ক নিজের প্রথম পাঁচ টেস্টেই পরাজিত হয়েছেন।

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ইতিহাস (ছবি: পাকিস্তান ক্রিকেট এক্স)
1/10

প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের বিরুদ্ধে পরাজিত হয়েছে পাকিস্তান দল। এই নিয়ে মাত্র তৃতীয়বার বিদেশের মাটিতে কোনও টেস্ট সিরিজ়ে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
2/10

দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজ় জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮৫ রান। মাত্র চার ইইকেট হারিয়েই সেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ ক্রিকেটাররা।
3/10

পাকিস্তান নিজেদের ঘরের মাটিতে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার টেস্ট সিরিজ়ে হোয়াইটওয়াশ হল। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান।
4/10

ঘরের মাঠে নাগাড়ে ১০টি টেস্ট ম্যাচে জয়হীন পাকিস্তান ক্রিকেট দল। এর আগে ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত পাকিস্তান ১১টি টেস্টে জয়হীন ছিল পাকিস্তান। এই নিয়ে মাত্র দ্বিতীয়বার সংখ্যাটা ১০ পার করল।
5/10

অধিনায়ক হিসাবে নিজের প্রথম পাঁচ টেস্টেই হারলেন শান মাসুদ। কোনও পাকিস্তানি অধিনায়কের এটা সবথেকে খারাপ শুরু।
6/10

বাংলাদেশের হয়ে ফাস্ট বোলাররাই দ্বিতীয় ইনিংসে দশ উইকেট নেন। হাসান মামুদই নেন পাঁচ উইকেট। এই প্রথমবার লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশের ফাস্ট বোলাররা এক ইনিংসে সবকয়টি উইকেট নিলেন। টেস্টে এক ম্যাচে ফাস্ট বোলারদের মোট ১৪টি উইকেট নেওয়া বাংলাদেশের রেকর্ড বটে।
7/10

প্রথম ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বাংলাদেশি ব্যাটিং। বাংলাদেশের প্রথম ছয় ব্যাটার মাত্র ২১ রান যোগ করেন। টেস্ট ম্যাচজয়ী কোনও দলের প্রথম ইনিংসে প্রথম ছয় ব্যাটারের এত কম রান এর আগে মাত্র একবারই দেখা গিয়েছিল। ১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম ছয় ব্যাটার ১৭ রান যোগ করলেও, ইংরেজরা ম্যাচ জিতেছিল।
8/10

প্রথম ইনিংসে পাকিস্তান ১২ রানের লিড নিয়েছিল। প্রথম ইনিংসে লিডের পরেও এই নিয়ে মাত্র চতুর্থবার কোনও টেস্টে হারতে হল পাকিস্তানকে।
9/10

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অনবদ্য ১৩৮ রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস। সেই সেঞ্চুরির জন্য লিটনকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়।
10/10

একাধিক হাফসেঞ্চুরির পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে সিরিজ়ের সেরা নির্ধারিত হলেন মেহেদি হাসান মিরাজ। ছবি- পাকিস্তান ক্রিকেট এক্স
Published at : 03 Sep 2024 05:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
