এক্সপ্লোর
Cyclone Remal Updates: ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে কোথায় কোথায়, আপনার জেলাও কী রয়েছে সেই তালিকায়?
Cyclone Remal Updates: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। দেখে নিন আপনার জেলাতেও কি প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় রেমাল।

ঘূর্ণিঝড় রেমাল (ছবি সৌজন্য-পিটিআই)
1/9

২৬ মে রবিবার বাংলাদেশ উপকূলের কোনও একটি এলাকায় ১০০ কিলোমিটারের বেশি গতিবেগে আছড়ে পড়ার কথা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের। এর ফলে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে ওই অঞ্চলের বিস্তীর্ণ এলাকাতে। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)
2/9

বর্তমানে বঙ্গোপসাগের গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড়টি। আগামী ২৫ তারিখ অর্থাৎ শনিবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। (ছবি সৌজন্য-পিটিআই)
3/9

২৬ তারিখ সকালে গভীর ওই নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ক্রমে উত্তরদিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্তবর্তী উপকূল এলাকায় আছড়ে পড়বে। এর ভয়াবহ প্রকোপ থেকে বাঁচতে সমুদ্র থেকে স্থলভাগে ফিরে আসতে বলা হয়েছে।
4/9

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শুক্রবার অর্থাৎ আগামীকাল ভোর থেকেই উত্তাল হয়ে উঠে সমুদ্র। তাই কোনও মৎস্যজীবী যেন এই সময়ে সমুদ্রে মাছ ধরতে না যান।
5/9

ঘূর্ণিঝড় রেমালের প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়। তাই এই দুই জেলার উপকূলবর্তী এলাকার মানুষদের খুব প্রয়োজন না পড়লে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকাতেও।
6/9

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৫ তারিখ অর্থাৎ শুক্রবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
7/9

অন্যদিকে ২৬ তারিখে এই তিনটি জেলায় ঝড়ের গতিবেগ হতে চলেছে প্রতি ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও ঝাড়গ্রাম জেলাতে রেমালের কারণে জারি করা হয়েছে কমলা সতর্কতা। রয়েছে ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনাও।
8/9

২৭ তারিখও রেমালের কারণে পরিস্থিতি মোটের উপর একই থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় জারি করা হয়েছে সতর্কতা। এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৬০ থেকে ৭০ কিলোমিটার থাকবে বলেও পূর্বাভাস আবহাওয়া দফতরের। সেই সঙ্গে হওয়ার সম্ভাবনা অতিরিক্ত বজ্রপাতও।
9/9

তবে ২৮ তারিখ থেকে পরিবর্তন হবে আবহাওয়ার। রেমালের প্রভাব কাটতে শুরু করার পাশাপাশি কমবে ঝড়বৃষ্টির পরিমাণও। (ছবি সৌজন্য-পিটিআই)
Published at : 24 May 2024 11:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
