RG Kar Case Live Update: প্রধান সাক্ষী হিসাবে সই শুভেন্দুর, দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে রেজিস্ট্রি সারলেন কৌস্তভ বাগচী
West Bengal News Live: আরজি কর থেকে বাংলাদেশ, জেলা থেকে শহর, এই মুহূর্তের সব খবরের টাটকা আপডেট জানতে চোখ রাখুন এবিপি লাইভ বাংলায়।
LIVE
Background
কলকাতা: এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবরের আপডেট।
মুক্তিযুদ্ধের পর জন্ম নেওয়া বাংলাদেশের (Bangladesh) অবসরপ্রাপ্ত সেনাকর্তার মুখে এবার নতুন মুক্তিযুদ্ধর প্রসঙ্গ।
অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অত্যাচারীদের দাঁতভাঙা জবাব দিতে ঐক্যবদ্ধ হোন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা। লিখিত বিবৃতি শেখ হাসিনার। এক্স হ্যান্ডলে পোস্ট ছেলে সজীব ওয়াজেদের।
তদন্তের নামে প্রহসন। কেন চার্জশিট দিতে পারল না সিবিআই? সন্দীপ-অভিজিৎদের জামিনের প্রতিবাদে নিজাম প্যালেস অভিযান কংগ্রেসের। সিজিও অভিযান SUCI-এর।
প্রতিবাদে ফের পথে জুনিয়র ডাক্তাররা। করুণাময়ী থেকে সিজিও অভিযান। কাল ডোরিনা ক্রসিংয়ে জমায়েতের ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-এর।
সন্দীপ-অভিজিতের জামিনের খবরে কান্নায় ভেঙে পড়েছিলেন। ২৪ ঘণ্টার মধ্যে ফের লড়াইয়ের তোড়জোড় আর জি করের নির্যাতিতার বাবা-মায়ের।
চিকিৎসক ধর্ষণ-খুনে তথ্য প্রমাণ লোপাটের মামলায় ৯০ দিনেও চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই। জামিন পেলেন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল।
প্রতিবাদে ছিলাম, আছি, থাকব, মন্তব্য রাত দখল আন্দোলনের মুখ রিমঝিমের।
২৪ ঘণ্টার মধ্যে টালিগঞ্জে মহিলা খুনের কিনারা। সম্পর্কের টানাপোড়েনে প্রতিহিংসায় মগরাহাটের পরিচারিকাকে গলা কেটে খুন। বাসুলডাঙা থেকে গ্রেফতার ভগ্নীপতি।
কেষ্টপুরে গৃহবধূ ও বিউটি পার্লার কর্মী খুনের অভিযোগে গ্রেফতার ফেসবুক ফ্রেন্ড। চার ঘণ্টার মধ্যে মোবাইলের টাওয়ালর লোকেশন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে পাকড়াও।
রাত কাটল জেলে। তেলঙ্গানা হাইকোর্টে জামিনের পর সকালে জেলমুক্তি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের। ফিরলেন বাড়িতে. উচ্ছ্বাস অনুরাগীদের।
কন্যা সন্তান এল কোয়েল আর নিসপাল সিং রাণের সংসারে। সোশাল মিডিয়ায় সুখবর দিলেন কোয়েল। ফের মা হলেন কোয়েল।
West Bengal News Live: কুলপিতে ক্লাব নির্মাণ ঘিরে দুই পাড়ার সংঘর্ষ-খুন!
কুলপিতে ক্লাব নির্মাণ ঘিরে দুই পাড়ার সংঘর্ষ-খুন! এক যুবককে আটকে রেখে মারধরের অভিযোগ। পাল্টা হামলায় একজনের মৃত্যু, আহত আরও ১। নিহত যুবকের নাম কুণাল আঢ্যি। ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, আটক বেশ কয়েকজন।
West Bengal News Live: শনিবার সন্ধ্যায় দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে রেজিস্ট্রি সারলেন কৌস্তভ বাগচী
তাঁর হাত ধরেই রাজনীতির রং বদলেছিলেন। সম্পর্কের বদলের দিনও তাঁকেই প্রধান সাক্ষী মানলেন আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তভ বাগচী। শনিবার সন্ধ্যায় দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে রেজিস্ট্রি সারলেন কৌস্তভ বাগচী। কনের নাম প্রীতি কর। প্রধান সাক্ষী হিসেবে সেই রেজিস্ট্রি পেপারে সই করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Mohun Bagan SG Live Update: শনিবার মহার্ঘ তিন পয়েন্ট ছিনিয়ে আনল সবুজ-মেরুন শিবির
হার না মানা লড়াই করেই শনিবার মহার্ঘ তিন পয়েন্ট ছিনিয়ে আনল সবুজ-মেরুন শিবির। ঘরের মাঠে, সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে একেবারে শেষ লগ্নে গোল করে মোহনবাগান সুপার জায়ান্টকে তিন পয়েন্ট দিলেন আলবার্তো রদ্রিগেজ। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে নিজেদের জায়গা আরও পোক্ত করল মোহনবাগান।
Mohammed Shami News Live: বিজয় হাজারে ট্রফির জন্য নির্বাচিত বাংলা দলেও রাখা হল শামিকে
ঘরোয়া ওয়ান ডে ক্রিকেট টুর্নামেন্টেও খেলার সিদ্ধান্ত নিলেন ডানহাতি পেসার মহম্মদ শামি। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে বাংলার জার্সিতে দেখা গিয়েছিল শামিকে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও থেমে গিয়েছিল বাংলার দৌড়। এবার ঘরোয়া ক্রিকেটের ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির জন্য নির্বাচিত বাংলা দলেও রাখা হল শামিকে।
Allu Arjun News Live: অল্লু অর্জুনের ভিডিও ভাইরাল হল সোশাল মিডিয়ায়
একটা রাত জেলেই কাটাতে হল অল্লু অর্জুনকে। শনিবার সকালে জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি পৌঁছোনের পরই তাঁর সঙ্গে দেখা করতে ভিড় জমালেন বহু দক্ষিণী তারকা। স্ত্রী-সন্তানদের জড়িয়ে অল্লু অর্জুনের ভিডিও ভাইরাল হল সোশাল মিডিয়ায়।