Bangladesh News: বেআইনিভাবে ভারতে ঢোকার অভিযোগে আটক ১২, জাল নোট উদ্ধারের তদন্তে বাংলাদেশে যাবে NIA
জাল নোট পাচার চক্রের শিকড় কত গভীরে? চক্রের সঙ্গে কি রয়েছে পাকিস্তান-যোগ? তদন্তে NIA। বাংলাদেশে গিয়ে ধৃতদের জেরা করে পাকিস্তান-যোগের বিষয়টি খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।
আবীর দত্ত ও সমীরণ কলকাতা: জাল নোট উদ্ধারের তদন্তে বাংলাদেশে (Bangladesh) যাবে NIA! জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পাচার চক্রের সঙ্গে পাক যোগ খতিয়ে দেখবেন তদন্তকারীরা। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) হাকিমপুরে বেআইনিভাবে এদেশে ঢোকার অভিযোগে ১২ জনকে আটক করেছে বিএসএফ (BSF)।
জাল নোট পাচার চক্রের শিকড় কত গভীরে? চক্রের সঙ্গে কি রয়েছে পাকিস্তান-যোগ? তদন্তে NIA। বাংলাদেশে (Bangladesh) গিয়ে ধৃতদের জেরা করে পাকিস্তান-যোগের বিষয়টি খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নভেম্বরে বাংলাদেশর ঢাকায় প্রায় ৭ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যের জাল ভারতীয় নোট উদ্ধার হয়। গ্রেফতার করা হয় ২ জনকে।
NIA সূত্রে খবর, ধৃতেরা জেরায় জানিয়েছে, উদ্ধার হওয়া জাল নোট তৈরি হয়েছে পাকিস্তানে। তারপর তা শ্রীলঙ্কা হয়ে জাহাজে আনা হয় বাংলাদেশের চট্টগ্রামে। জেরায় ধৃতদের আরও দাবি, সুফি ও সুলতান নামে দুই পাকিস্তানি নাগরিক এবিষয়ে তাদের সাহায্য করেছে।
অন্য দিকে, বৃহস্পতিবার সন্ধেয় ভারত-বাংলাদেশ সীমান্তের উত্তর ২৪ পরগনার হাকিমপুরে (Hakimpur) বেআইনিভাবে এ দেশে ঢোকার অভিযোগে ২ মহিলা সহ ১২ জনকে আটক করে বিএসএফ (BSF)। পরে তাঁদেরকে স্বরূপনগর থানার পুলিশের তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা৷ পাশাপাশি, জাল ভোটার কার্ড, আধার কার্ড ও পাসপোর্ট তৈরির অভিযোগে বনমালীপুর থেকে সাগর দেব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর জাল নথি।
পুলিশ সূত্রে খবর, মাসকয়েক ধরে সাগরের খোঁজ চলছিল। তামিলনাড়ুতে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন ধৃত। এরপর গোপন সূত্রে তাঁর ফেরার খবর পেয়ে, বৃহস্পতিবার গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: North 24 Parganas News: ‘এম এ ইংলিশ চায়ওয়ালি’র দোকান ভাঙার অভিযোগ, রেলের সঙ্গে সঙ্ঘাতে টুকটুকি