(Source: ECI/ABP News/ABP Majha)
Aadhaar Update: সদ্যোজাতের জন্য আধার কার্ড, শীঘ্রই হাসপাতালে পরিষেবা শুরু
Unique Identification Authority of India (UIDAI) জানিয়েছে, প্রাপ্তবয়স্ক ও শিশুদের আধার কার্ডের সুবিধার পর এবার সদ্যোজাতের জন্য তৈরি হবে এই পরিচয়পত্র। সম্প্রতি এই খবর প্রকাশ করেছে সংবাদসংস্থা এএনআই।
Aadhaar Card Update: সদ্যোজাতের জন্যও এবার কারাতে পারবেন আধার কার্ড। হাসপাতালেই এই পরিচয়পত্র তৈরি করতে পারবেন শিশুর। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, শীঘ্রই হাসাপাতালে চালু হতে চলেছে এই সুবিধা।
Unique Identification Authority of India (UIDAI) জানিয়েছে, প্রাপ্তবয়স্ক ও শিশুদের আধার কার্ডের সুবিধার পর এবার সদ্যোজাতের জন্য তৈরি হবে এই পরিচয়পত্র। সম্প্রতি এই খবর প্রকাশ করেছে সংবাদসংস্থা এএনআই। আধার কার্ডের১২ সংখ্যায় লুকিয়ে থাকে কোনও ব্যক্তির পরিচয়। তাঁর নাম, ঠিকানার পাশাপাশি বায়োমেট্রিক তথ্য লুকিয়ে থাকে এই কার্ডে। সদ্যোজাতের আধার কার্ড প্রসঙ্গে UIDAI-এর চিফ এক্জিকিউটিভ অফিসার বিশাল গর্গ বলেন, ''99.7% প্রাপ্তবয়স্ক ইতিমধ্যেই আধারে নথিভুক্ত হয়েছেন। আমরা আধার কার্ডে মোট 131 কোটি দেশবাসীকে এই কার্ডে নথিভুক্ত করেছি। এখন আমরা চেষ্টা করছি নবজাতক শিশুদের এই কার্ডে নথিভুক্ত করতে। প্রতি বছর দেশে 2-2.5 কোটি শিশুর জন্ম হয়। আমরা তাদের আধারে নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছি।"
Aadhaar card newborns : আধার কর্তৃপক্ষ জানিয়েছে, এখন কেবল সদ্যোজাতের ছবি তুলে কার্ড বানানো হবে শিশুর। সেই ক্ষেত্রে তার বায়োমেট্রিক তথ্য় নেওয়া হবে না। সম্পূর্ণ পরিচয় জানতে বাবা-মায়ের নাম জোড়া থাকবে এই কার্ডে। তবে শিশুর পাঁচ বছর পুরো হলেই শিশুর বায়োমেট্রিক তথ্যে নেবে Unique Identification Authority of India (UIDAI) । এই বিষয়ে UIDAI-এর চিফ এক্জিকিউটিভ অফিসার বিশাল গর্গ বলেন "আমরা আমাদের সব জনগণকে আধার নম্বর দেওয়ার চেষ্টা করছি৷ গত বছর, আমরা প্রত্যন্ত অঞ্চলে 10,000টি শিবিরের আয়োজন করেছিলাম। আমাদের বলা হয়েছিল, ওইসব অঞ্চলে বহু মানুষ আধার কার্ড পাননি। যার ফলস্বরূপ ওই ক্যাম্পের মাধ্যমে 30 লক্ষ লোক আধারে নাম নথিভুক্ত করান৷ "
Electoral reforms update: সম্প্রতি দেশের নির্বাচনী সংস্কার নিয়ে সংসদে বিল পাশ করে সরকার। যেখান ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর কথা বলা হয়।