Bank Holiday on Eid : ৩১ মার্চ ইদের দিনে খোলা থাকবে ব্যাঙ্ক, রিজার্ভ ব্যাঙ্ক দিল এই নির্দেশ
Eid Holiday : 31 মার্চ 2024-25 অর্থবর্ষের শেষ দিন, তাই ব্যাঙ্কগুলিকে অনেকগুলি গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হবে।

Eid Holiday : এবার ৩১ মার্চ ইদ উপলক্ষে অনেক বেসরকারি ও সরকারি অফিস বন্ধ থাকলেও খোলা থাকবে ব্যাঙ্ক। আগে রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ছুটির ক্যালেন্ডারে 31 মার্চরে ব্যাঙ্ক ছুটির তালিকায় হলিডে দেখালেও এখন এতে কিছু পরিবর্তন করা হয়েছে। ব্যাঙ্ক ক্যালেন্ডারে ছুটি থাকা সত্ত্বেও ৩১ মার্চ অনেক ব্যাঙ্ক খোলা থাকবে। আসলে, 31 মার্চ 2024-25 অর্থবর্ষের শেষ দিন, তাই ব্যাঙ্কগুলিকে অনেকগুলি গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হবে। সেই কারণেই এই সিদ্ধান্ত।
ব্যাঙ্কগুলি জনসাধারণের জন্য বন্ধ থাকবে
রিজার্ভ ব্যাঙ্ক এর আগে 31 মার্চ ইদ উপলক্ষে হিমাচল প্রদেশ, মিজোরাম ছাড়া সমস্ত রাজ্যে ব্যাঙ্কগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তবে, এই দুটি রাজ্য ছাড়া সর্বত্র সাধারণের জন্য ব্যাঙ্কগুলি এখনও বন্ধ থাকবে। তবে ছুটি থাকবে না, কিছু ব্যাঙ্ক কাজ করবে। তবে নেট ব্যাঙ্কিং, ইউপিআই, এটিএম এই সময়ে চালু থাকবে।
সব এজেন্সি ব্যাঙ্কেই এই কাজ করা হবে
আরবিআই সমস্ত এজেন্সি ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে, সরকারি লেনদেন সংক্রান্ত কাজের কারণে এই দিনে ব্যাঙ্কগুলি খোলা থাকবে। এজেন্সি ব্যাঙ্ককে এজেন্ট ব্যাঙ্কও বলা হয়। এরা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করে। এই ব্যাঙ্কগুলি ভর্তুকি বিতরণ, পেনশন প্রদান, কর সংগ্রহ (আয়কর, জিএসটি, কাস্টম এবং আবগারি শুল্ক), সরকারি কর্মচারীদের বেতন ইত্যাদির দায়িত্বে রয়েছে। রিপোর্ট বলছে, ভারতের 33টি এজেন্সি ব্যাঙ্কগুলির মধ্যে 12টি সরকারি ব্যাঙ্ক, 20টি বেসরকারি ব্যাঙ্ক এবং একটি বিদেশি ব্যাঙ্ক রয়েছে।
সপ্তাহ শেষ ও শুরুতে ব্যাঙ্ক ছুটির তালিকা
30 মার্চ, রবিবার: সাপ্তাহিক ছুটি — সারা দেশে সমস্ত ব্যাঙ্কে ছুটি
31 মার্চ, সোমবার: ঈদ-উল-ফিতর (রমজান ঈদ) — মিজোরাম এবং হিমাচল প্রদেশ ছাড়া প্রায় সমস্ত রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা
নগদ জরুরী অবস্থার জন্য, সমস্ত ব্যাঙ্ক সপ্তাহান্তে বা অন্যান্য ছুটি নির্বিশেষে তাদের অনলাইন ওয়েবসাইট এবং মোবাইল ব্যাঙ্কিং পরিষেবার অ্যাপগুলি পরিচালনা করে — যদি না বিশেষ কারণে ব্যবহারকারীদের অবহিত করা হয়। এছাড়াও আপনি নগদ তোলার জন্য যেকোনো ব্যাঙ্কের এটিএম অ্যাক্সেস করতে পারেন।
শনিবার কবে ছুটি থাকে
রিজার্ভ ব্যাঙ্কের নির্দিষ্ট রূপরেখা বলছে, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকে। উপরন্তু, ব্যাঙ্কগুলি রবিবার এবং অন্যান্য মনোনীত আঞ্চলিক বা জাতীয় ছুটির দিনে কাজ করে না। আজ মাসের পঞ্চম শনিবার তাই ব্যাঙ্ক খোলা থাকছে।
Bank Holidays List in 2024: RBI এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।






















