Bank Holiday June 2024: জুনে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ছুটির তালিকা না জেনে গেলে কাজ হবে না
Bank News: রাজ্য, শহরে বা স্থান ভেদে এই ছুটি ঘোষণা করা হয়। সেই ক্ষেত্রে বাংলার সঙ্গে মিলবে না উত্তরপূর্বের কোনও রাজ্যের ব্যাঙ্ক ছুটির তালিকা।
Bank News: রিজার্ভ ব্যাঙ্কের (RBI) ছুটির তালিকা মেনে জুনেও অনেকদিন ছুটি থাকবে ব্যাঙ্ক (Bank Holiday June 2024)। বিভিন্ন ধর্মীয় ছুটি, আঞ্চলিক উৎসব ও সপ্তাহান্তের ছুটির কারণে জুনে 12দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank)। তবে রাজ্য, শহরে বা স্থান ভেদে এই ছুটি ঘোষণা করা হয়। সেই ক্ষেত্রে বাংলার সঙ্গে মিলবে না উত্তরপূর্বের কোনও রাজ্যের ব্যাঙ্ক ছুটির তালিকা।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) সহ ভারত জুড়ে সব সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে আঞ্চলিক উত্সবগুলির উপর নির্ভর করে 2024 সালের জুন মাসে কমপক্ষে 12 দিনের ছুটি থাকে। এর মধ্যে রয়েছে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার ছুটি। এই মাসে বিশেষ করে পাঁচটি রবিবার রয়েছে।
9 জুন: হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান রাজ্যে মহারানা প্রতাপ জয়ন্তীর কারণে ছুটি।
10 জুন : পাঞ্জাবের শ্রী গুরু অর্জুন দেব জির শাহাদত দিবসের কারণে ছুটি৷
14 জুন : ওড়িশার ব্যাঙ্কগুলি এই দিনে পাহিলি রাজার জন্য বন্ধ থাকবে।
15 জুন: উত্তর-পূর্ব রাজ্য মিজোরামের ব্যাঙ্কগুলি YMA দিবসের জন্য বন্ধ থাকবে; এবং ওড়িশার ব্যাঙ্কগুলি রাজা সংক্রান্তির জন্য বন্ধ থাকবে।
17 জুন : বকরি ঈদ উপলক্ষে কিছু রাজ্য ছাড়া ভারতজুড়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
21শে জুন: ভাত সাবিত্রী ব্রতের জন্য অনেক রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
সপ্তাহ শেষের ব্যাঙ্ক ছুটির তালিকা
8 জুন ভারত জুড়ে দ্বিতীয় শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
22 জুন ভারত জুড়ে চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
এই তারিখগুলিতে ভারত জুড়ে রবিবার ব্যাঙ্ক ছুটি: জুন 2, 9, 16, 23 এবং 30৷
Bank Holidays List in 2023: RBI এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।
ব্যাঙ্ক ছুটি থাকলেও অনলাইন পরিষেবা চালু থাকবে
বর্তমান ব্যাঙ্কিং ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। যেখানে শুধু মোবাইল ব্যাঙ্কিং বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ঘরে বসে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে পারেন। এখন UPI এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারেন। এছাড়াও আপনি নগদ তোলার জন্য এটিএম ব্যবহার করতে পারেন। আজকাল ডিজিটাল ব্যাঙ্কিংয়ের কারণে ঘরে বসেই হয়ে যায় টাকা পাঠানোর কাজ। তবে কিছু ক্ষেত্রে ব্যাঙ্কে যেতে হয়। তাই আগামী দিনে ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিন। না হলে ব্যাঙ্কে গিয়েও খালি হাতে ফিরে আসতে হবে আপনাকে।
FD Interest: এক বছরের জন্য এফডিতে বিনিয়োগ করতে চান ? এই ৫ বড় ব্যাঙ্ক দিচ্ছে সর্বোচ্চ সুদ