Bank Holidays in March 2024: মার্চে এই দিনগুলিতে ব্যাঙ্কে গেলে কাজ হবে না, রইল পুরো তালিকা
Bank News: আপনাকে যদি পরের মাসে কোনও গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হয়, তবে অবশ্যই মার্চ মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা দেখে নিন। না হলে ব্যাঙ্ক গিয়েও কাজ হবে না।
Bank News: ফেব্রুয়ারি শেষ হতে চলেছে। মার্চের শুরুতে ব্যাঙ্কগুলিতে প্রচুর ছুটি (Bank Holidays in March) থাকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) প্রতি মাসের শুরুর আগে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করে। এই পরিস্থিতিতে আপনাকে যদি পরের মাসে কোনও গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হয়, তবে অবশ্যই মার্চ মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা দেখে নিন। না হলে ব্যাঙ্ক গিয়েও কাজ হবে না।
মার্চে এত দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত ছুটির তালিকা অনুসারে, মার্চ মাসে ব্যাঙ্কগুলি মোট 14 দিন বন্ধ থাকবে। মহাশিবরাত্রি, রমজানের শুরু, হোলিকা দহন, হোলি, গুড ফ্রাইডে ইত্যাদি কারণে মার্চ মাসে অনেক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং প্রতি রবিবার ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে। মার্চ মাসের ছুটির তালিকা।
2024 সালের মার্চ মাসের ছুটির তালিকা এখানে দেখুন
01 মার্চ 2024- চাপচার কুটের কারণে আইজলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
03 মার্চ 2024- রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
08 মার্চ 2024- মহা শিবরাত্রি/শিবরাত্রির কারণে আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, হায়দ্রাবাদ, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বাই, নাগপুর, রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগর এবং ত্রিবান্দ্রমে ব্যাঙ্ক বন্ধ।
09 মার্চ 2024- দ্বিতীয় শনিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
10 মার্চ, 2024- রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
17 মার্চ 2024- রবিবারের কারণে সারা দেশে ছুটি থাকবে।
22 মার্চ 2024- বিহার দিবসের কারণে পাটনায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
23 মার্চ 2024- দ্বিতীয় শনিবারের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
24 মার্চ 2024- রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
25 মার্চ 2024- হোলির কারণে, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, ইম্ফল, কোচি, কোহিমা, পাটনা, শ্রীনগর এবং ত্রিবান্দ্রম ছাড়া সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
26 মার্চ 2024- হোলি বা ইয়াওসাং দিবসের কারণে ভোপাল, ইম্ফল, পাটনায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
27 মার্চ 2024- হোলির কারণে পাটনায় ছুটি থাকবে।
29 মার্চ 2024- গুড ফ্রাইডে-এর কারণে, আগরতলা, গুয়াহাটি, জয়পুর, জম্মু, সিমলা এবং শ্রীনগর ছাড়া সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
31 মার্চ 2024- রবিবারের কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
Bank Holidays 2023 : রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল সাইট দেখে নিন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx- এ যেতে পারেন।
Bank Holidays List in 2023: Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।
বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের কারণে ঘরে বসেই হয়ে যায় টাকা পাঠানোর কাজ। তবে কিছু ক্ষেত্রে ব্যাঙ্কে যেতে হয়। তাই আগামী মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিন। না হলে ব্যাঙ্কে গিয়েও খালি হাতে ফিরে আসতে হবে আপনাকে।