Banking: ব্যাঙ্ক পরিষেবায় কোভিডের ধাক্কা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে চিঠি
Covid Banking Rule: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন।
![Banking: ব্যাঙ্ক পরিষেবায় কোভিডের ধাক্কা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে চিঠি Covid Banking rule bankers federations gives letter to nirmala sitharaman mamata banerjee Banking: ব্যাঙ্ক পরিষেবায় কোভিডের ধাক্কা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে চিঠি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/07/3f1b4c7512093a4f5bc26103b9ac09ec_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: দেশে ও রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই রেকর্ডহারে আক্রান্ত হচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা। ফলে ব্যাঙ্কের শাখায় কমছে কর্মীদের উপস্থিতি। একাধিক ব্যাঙ্কও বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন।
শুধুমাত্র জরুরি ভিত্তিতেই ব্যাঙ্ক চালু রাখার আবেদন করেছে তাঁরা। ব্যাঙ্কে কাজের সময় এবং কর্মী সংখ্যা কমানোর আর্জি জানান হয়েছে ওই চিঠিতে। এছাড়াও সপ্তাহে ৫ দিন ব্যাঙ্ক চালু রাখার আবেদন করা হয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের তরফে। ব্যাঙ্কের কর্মীদের বুস্টার ডোজ দেওয়ার আবেদন এআইবিওসির।
রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ। বাড়ছে ওমিক্রনও। এই আবহে হাওড়া জেলার বালিতে একটি ব্যাঙ্কের সব কর্মীরা করোনা আক্রান্ত হয়ে পড়ায় বন্ধ হল রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের ওই শাখা। গতকাল থেকেই কানাড়া ব্যাঙ্কের বালি বাজার শাখায় গ্রাহক পরিষেবা ব্যাহত।
আরও পড়ুন, রাজ্যে রেকর্ড সংক্রমণ, ১ দিনে আক্রান্ত ১৮ হাজার পার
নোটিস দিয়ে ব্যাঙ্ক বন্ধ করে দিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এদিকে এই ঘটনায় চূড়ান্ত দুর্ভোগে গ্রাহকরা। ব্যাঙ্ক বন্ধ থাকায় যোগাযোগ না করা গেলেও সূত্র মারফত জানা গেছে সদর দফতরে বিষয়টি জানিয়ে অন্য শাখা থেকে কর্মী এনে ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
সম্প্রতি, করোনার থাবায় বন্ধ হল পার্ক স্ট্রিটে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা। জানা গিয়েছে, ৪৬ জন ব্যাঙ্ককর্মীর মধ্যে ৩৫ জনই সংক্রমিত। পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের এসবিআইয়ের শাখা আপাতত বন্ধ হল।শেক্সপিয়র সরণির এসবিআই ব্রাঞ্চেও বেশিরভাগই সংক্রমিত। ৫০ জন কর্মীর ৪৬ জনই সংক্রমিত। যদিও এখনও পরিষেবা জারি রয়েছে এসবিআইয়ের ওই শাখায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)