Provident Fund News Update: PF অ্য়াকাউন্ট আছে ? ২০২৪-'২৫ অর্থবর্ষে সুদ বাবদ অর্থ-প্রাপ্তি কি বাড়ছে ?
PF News: ১৯৭৭-'৭৮ সালের পর ২০২০-'২১ অর্থবর্ষে পিএফে সুদের হার নেমে হয় সবথেকে কম। ৮.১০ শতাংশ।

নয়াদিল্লি : চাকরি থেকে অবসরের পর পিএফের টাকাটা বড় সম্বল হয়ে ওঠে অবসরপ্রাপ্তদের। কাজেই সুদ-বাবদ সেই প্রাপ্তির টাকার দিকে মুখিয়ে থাকেন কমবেশি সকলেই। এহেন PF-এ গত অর্থবর্ষের সুদের হারই বজায় রইল। ২০২৪-'২৫ অর্থবর্ষে ৮.২৫ হারেই সুদ জমা পড়বে পিএফ অ্যাকাউন্টে। এমনই সিদ্ধান্ত নিয়েছে EPFO।
২০২৪-এর ফেব্রুয়ারি মাসে , EPF-এ সুদের হার বাড়িয়ে করেছিল ৮.২৮ শতাংশ। ২০২৩-'২৪ অর্থবর্ষের জন্য এই হার ঘোষণা করা হয়। ২০২২-'২৩ অর্থবর্ষে যেটা ছিল ৮.১৫ শতাংশ।
চার যুগ পরে, ২০২২-এর মার্চ মাসে EPF-এ সুদের হার কমিয়েছিল EPFO। ২০২১-'২২ অর্থবর্ষে ৭ কোটির বেশি পিএফ-হোল্ডারের জন্য সুদের হার কমে দাঁড়ায় ৮.১ শতাংশে। অথচ ২০২০-'২১ অর্থবর্ষে তা ছিল ৮.৫ শতাংশ। ১৯৭৭-'৭৮ সালের পর ২০২০-'২১ অর্থবর্ষে পিএফে সুদের হার নেমে হয় সবথেকে কম। ৮.১০ শতাংশ।
২০২১-এর মার্চ মাস নাগাদ ২০২০-২১ অর্থবর্ষের জন্য ইপিএফে জমা অর্থ বাবদ সুদের হার ৮.৫ শতাংশ নির্ধারণ করে CBT। CBT-র এই সিদ্ধান্তের পর, ২০২৪-'২৫ অর্থবর্ষে EPF অর্থ বাবদ সুদের হার বাবদ টাকা অর্থমন্ত্রকে সম্মতির জন্য পাঠানো হবে । অর্থ মন্ত্রকের মাধ্যমে সরকার কর্তৃক অনুমোদিত হওয়ার পরেই EPFO সুদের হার প্রদান করে। প্রসঙ্গত, ২০১৬-১৭ অর্থবর্ষে EPFO ৮.৬৫ শতাংশ হারে সুদ দিয়েছিল। ২০১৭-১৮ সালে তা ছিল ৮.৫৫ শতাংশে।
Union Minister for Labour & Employment Dr. Mansukh Mandaviya chaired the 237th meeting of Central Board of Trustees (CBT), EPF in New Delhi on Friday. during the meeting CBT recommended 8.25% annual rate of interest to be credited on EPF accumulations in members’ accounts for…
— ANI (@ANI) February 28, 2025
অর্থনীতি চাঙা করতে কনসাম্পশন বাড়ানোয় নজর-
বর্তমানে কেন্দ্র সরকারের সবথেকে বেশি নজর রয়েছে বাজারে চাহিদা বাড়ানোর দিকে। এই জন্য নানাবিধ উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কে করশূন্য বলে ঘোষণা করা হয়েছে। কর ছাড়াও অন্য আরও অনেক ক্ষেত্র থেকেই সরকার আয় করে থাকে। সাধারণ মানুষ যদি তাঁদের কনসাম্পশন বাড়াতে শুরু করেন তাহলে বাজার অর্থনীতি ফের চাঙা হয়ে উঠবে। তবে, ২০২৪-'২৫ অর্থবর্ষের থেকে আগামী অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকার উপর সুদের হার বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০২২-২৩ অর্থবর্ষে দেশে পিএফের উপর সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। ২০২৩-২৪ অর্থবর্ষে এই সুদের হার বেড়ে হয় ৮.২৫ শতাংশ। চলতি অর্থবর্ষেও সেই হারই বজায় রইল। প্রসঙ্গত, ইপিএফওর কাছে দেশের ৭ কোটিরও বেশি মানুষের পিএফ অ্যাকাউন্ট রয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের বার্ষিক প্রতিবেদন অনুসারে এই সংখ্যাটি ছিল ৭ কোটি ৩৭ লক্ষ। ইপিএফওর পেনশন ফান্ডে আমানতকারীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ লক্ষ।






















