HDFC Bank FD Rates: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল HDFC ব্যাঙ্ক, কত বছরের জন্য বিনিয়োগে লাভ?
HDFC Bank FD Rates: এইচডিএফসি ব্যাঙ্ক আপনার জন্য একটি আকর্ষণীয় অফার নিয়ে এসেছে৷ এইচডিএফসি ব্যাঙ্ক বেশ কিছু ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে।
নয়া দিল্লি: আপনি যদি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (FD) করার পরিকল্পনা করেন, তাহলে HDFC ব্যাঙ্ক আপনার জন্য একটি আকর্ষণীয় অফার নিয়ে এসেছে৷ এইচডিএফসি ব্যাঙ্ক বেশ কিছু ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। এর অর্থ হল যে গ্রাহকরা এখন স্থায়ী আমানতের সুদের হার থেকে উপকৃত হতে পারেন। নতুন সুদের হার ১ ডিসেম্বর, ২০২১ থেকে কার্যকর হচ্ছে।
এবার থেকে ১০ বেসিস পয়েন্ট পর্যন্ত বেশি হারে সুদ পাওয়া যাবে। ব্যাঙ্ক গ্রাহকরা এখন আমানতের উপর ২.৫০ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ পর্যন্ত সুদের সুবিধা পাবেন৷ প্রবীণ নাগরিকরা ৩ শতাংশ থেকে ৬.২৫ শতাংশের মধ্যে সুদের সুবিধা পাবেন৷ ব্যাঙ্ক গ্রাহকদের জন্য ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত ব্যাঙ্ক FD-এর সুবিধা দিয়ে থাকে।
এখন দেখে নেওয়া যাক কী হারে আপনি সুদ পাবেন-
৭ দিন থেকে ২৯ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটে পাবেন- ২.৫০ শতাংশ
৩০ দিন থেকে ৯০ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটে পাবেন ৩ শতাংশ
৯১ দিন থেকে ৬ মাস পর্যন্ত ফিক্সড ডিপোজিটে পাবেন ৩.৫ শতাংশ
৬ মাস এবং ১ দিন বা তার বেশি কিন্তু এক বছরের কম সময়ের জন্য ফিক্সড ডিপোজিটে পাবেন ৪.৪ শতাংশ
এক বছরের এফডি-তে পাওয়া যাবে ৪.৯ শতাংশ
১ বছর ১ দিন থেকে ২ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে পাবেন - ৫ শতাংশ
২ বছর ১ দিন থেকে ৩ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে পাবেন- ৫.১৫ শতাংশ
৩ বছর ১ দিন থেকে ৫ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে পাবেন- ৫.৩৫ শতাংশ
৫ বছর ১ দিন থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে পাবেন- ৫.৫ শতাংশ
এদিকে, করোনার আতঙ্ক কাটিয়ে কি ধীরে ধীরে ট্র্যাকে ফিরছে দেশের অর্থনীতি? দ্বিতীয় ত্রৈমাসিকে GDP-র ঊর্ধ্বমুখী গ্রাফ সেই ইঙ্গিতই করছে। পরিসংখ্যান মন্ত্রকের প্রকাশিত তথ্য বলছে, চলতি আর্থিক বছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে জিডিপি বেড়ে হয়েছে ৮.৪ শতাংশ। গত আর্থিক বছরের এই সময় জিডিপি-র হার ছিল ৭.৪ শতাংশ। চলতি আর্থিক বছরের জুন ত্রৈমাসিকের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে জিডিপি। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কৃষি, আবাসন, উৎপাদন, পরিবহণ শিল্প। সে কারণেই GDP ক্রমশ বাড়ছে।