Cash At Home: ঘরে কত টাকা নগদ রাখা যায় ? আয়করের নোটিশ আসবে না তো ? জানুন আইনে কী রয়েছে
Income Tax Rules for Cash At Home: কর বিশেষজ্ঞরা বলছেন নগদ টাকা রাখার জন্য সমস্ত রকম প্রমাণ যত্ন সহকারে রেখে দেওয়া দরকার যেমন টাকা তোলার স্লিপ, লেনদেনের রেকর্ড বা অন্যান্য রসিদ।

Income Tax Rules: সম্প্রতি দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবনে লক্ষ লক্ষ নগদ টাকা আবিষ্কারের পরে বাড়িতে নগদ টাকা রাখার বৈধতা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। ১৪ মার্চ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বান্ডিল বান্ডিল নোট উদ্ধার করে কর্তৃপক্ষ। এই প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মামলাটি তদন্ত করার জন্য জ্যেষ্ঠ বিচারকদের নিয়ে তিন সদস্যের একটি প্যানেল গঠন করেন। তদন্ত যত তীব্র হচ্ছে অনেকের মনেই এই প্রশ্ন দানা বাঁধছে যে বাড়িতে কত টাকা নগদ রাখা যায় ? কোন সীমা পেরোলে আয়করের নোটিশ আসতে পারে বাড়িতে ?
আদপে কোনও ব্যক্তি বাড়িতে কত টাকা নগদ রাখতে পারবেন তার কোনও আইনি সীমা বৈধ বলে স্থিরীকৃত করা নেই। নগদ টাকা রাখা নিয়ে কোনও আইনি বিধিনিষেধও নেই। তবে মাথায় রাখতে হবে সেই নগদ টাকা বৈধ উৎস থেকে আসতে হবে এবং আয়কর রিটার্নে এই টাকার উল্লেখ থাকতে হবে। বিপুল পরিমাণ নগদ অর্থের বৈধ উৎসের প্রমাণ দেখাতে ব্যর্থ হলে গুরুতর পরিণতি হতে পারে। আয়কর বিভাগ কেবল সেই টাকা বাজেয়াপ্ত করবে এমন নয়, হিসেব বহির্ভূত টাকার অঙ্কের ১৩৭ শতাংশ পর্যন্ত জরিমানা ধার্য করতে পারে সেই অভিযুক্ত ব্যক্তির উপরে।
কর বিশেষজ্ঞরা বলছেন নগদ টাকা রাখার জন্য সমস্ত রকম প্রমাণ যত্ন সহকারে রেখে দেওয়া দরকার যেমন টাকা তোলার স্লিপ, লেনদেনের রেকর্ড বা অন্যান্য রসিদ। অতিরিক নগদ লেনদেন এড়িয়ে চলতেই পরামর্শ দেন কর বিশেষজ্ঞরা। তবে আয়কর আইনে স্পষ্ট উল্লেখ রয়েছে যে ২ লক্ষ টাকার বেশি নগদে লেনদেন বা উপহার গ্রহণ করলে তা জরিমানার আওতায় আসতে পারে। এই নিয়ম লঙ্ঘন করলে যে পরিমাণ টাকার লেনদেন হয়েছে তার সম-পরিমাণ টাকার জরিমানা হতে পারে।
নগদ টাকা সংক্রান্ত আয়কর আইনের বিধি
৫০ হাজার টাকার বেশি নগদ টাকা জমা বা তোলার ক্ষেত্রে ব্যক্তিকে ব্যাঙ্কে তাদের প্যান কার্ডের বিবরণ জমা করতে হবে।
যদি কোনও ব্যক্তি এক বছরের মধ্যে ২০ লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা করেন তাহলে প্যান এবং আধার উভয়ই কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।
৩০ লক্ষ টাকার বেশি নগদ লেনদেনে সম্পত্তি কেনা-বেচা করলে ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে।
একক লেনদেনে ১ লক্ষ টাকার বেশি ক্রেডিট কার্ডের ব্যয় হলেও তা আয়কর বিভাগের তদন্তের অধীনে আসতে পারে।






















