Solar Panel: সোলার প্যানেল ছাদে লাগাবেন, সরকার দেবে ভর্তুকি ! কত খরচ, কোথায় আবেদন ?
Solar PV: বাড়িতে সোলার প্যানেল লাগাতে হলে এবং তাতে যদি আপনি সরকারের তরফে ভর্তুকি চান, সেক্ষেত্রে সরকারি একটি ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। কীভাবে করবেন আবেদন ?
Solar Panel Installation: সম্প্রতি ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গৃহস্থালির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে সোলার প্যানেল লাগানোর উপরে জোর দিয়েছেন। এমনকী প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার অধীনে এক কোটি পরিবারকে বিনামূল্যে সোলার প্যানেল দেওয়ার প্রতিশ্রুতিও জানিয়েছেন তিনি। সোলার প্যানেল (Solar Panel Installation) বসালে বিদ্যুতের খরচও অনেক কমবে, সাশ্রয় হবে গৃহস্থের। কীভাবে বাড়ির ছাদে লাগাবেন এই সোলার প্যানেল ? খরচই বা কত হবে ?
বাড়িতে সোলার প্যানেল লাগাতে হলে এবং তাতে যদি আপনি সরকারের তরফে ভর্তুকি চান, সেক্ষেত্রে সরকারি একটি ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর নির্দিষ্ট ধাপ মেনে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলেই আপনার বাড়িতে সোলার প্যানেল বসানো যাবে।
কীভাবে আবেদন করবেন
- সোলার প্যানেল বসানোর জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট solarrooftop.gov.in –এ গিয়ে যথাযথ নথি সহ আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর আবেদন যাচাই হয়ে গেলে সেখানে ভেন্ডর এবং ইনস্টলেশন সংক্রান্ত সমস্ত তথ্য জমা করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে নিজেকে বেছে নিতে হবে।
- তারপর সংশ্লিষ্ট দফতরের কর্মীদের মাধ্যমে বাড়িতে ছাদের জায়গা অনুপাতে সোলার প্যানেল (Solar Panel Installation) বসান হবে। এখানেই শেষ নয়।
- সোলার প্যানেল বসানোর পরে 'রুফটপ সোলার প্যানেল' প্রকল্পের অধীনে ভর্তুকি পেতে হলে আপনাকে নিজের ব্যাঙ্কের নথি জমা করতে হবে।
- সমস্ত নথি ও তথ্য যাচাইয়ের পর সঠিক প্রমাণ হলে আবেদনের ৩০ দিনের মধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা ঢুকে যাবে।
কত খরচ ?
- ন্যাশনাল পোর্টাল ফর রুফটপ সোলার প্যানেলের (Solar Panel Installation) ওয়েবসাইটে ক্যালকুলেটর ট্যাবে ক্লিক করে নিজেদের এখনকার ইলেকট্রিক বিলের অর্থের পরিমাণ বসালেই রাজ্য অনুযায়ী ঠিক কীরকম সোলার প্যানেল বসানো দরকার আপনার বাড়ির ছাদে তা দেখিয়ে দেবে। যদিও এটা আনুমানিক খরচ, তবু এ থেকে একটা আন্দাজ পাওয়া যাবে।
- আপনার মাসিক বিদ্যুতের বিল যদি হয় ১০০০ টাকা তবে আপনাকে ১ কিলোওয়াটের সোলার প্যানেল লাগাতে হবে। এতে মোট আনুমানিক খরচ হবে ৪৭ হাজার টাকা। যদিও এর মধ্যে ভর্তুকির আবেদন করলে ১৮ হাজার টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরে পাবেন।
কত ভর্তুকি ?
কিছু কিছু রাজ্য বাদ দিয়ে বাকি সব রাজ্যেই সাধারণভাবে ৩ কিলোওয়াট পর্যন্ত সোলার প্যানেলে ১৮ হাজার টাকা ভর্তুকি দেবে সরকার আর ৩-১০ কিলোওয়াট সোলার প্যানেলের ক্ষেত্রে প্রথম ৩ কিলোওয়াটে ১৮০০০ টাকা এবং তারপর ১০ কিলোওয়াট পর্যন্ত অতিরিক্ত ৯ হাজার টাকা ভর্তুকি দেবে সরকার।
ছাদে কত জায়গা লাগবে ?
১ কিলোওয়াটের সোলার প্যানেল (Solar Panel Installation) বসাতে ছাদে ন্যূনতম ১৩০ বর্গফুট জায়গা দরকার। এতে দিনে ৪.৩২ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
খরচ কত বাঁচবে ?
সাধারণ বিদ্যুতের তুলনায় দিনে আনুমানিক ১২.৯৬ টাকা বিদ্যুতের বিলে বাঁচতে পারে সোলার প্যানেল লাগালে। অর্থাৎ মাসে আপনার খরচ বাঁচবে প্রায় ৩৯০ টাকা।
আরও পড়ুন: Paytm Payment Bank: Paytm-এ শাস্তির খাঁড়া! আপনার ওয়ালেট সুরক্ষিত তো? কী পারবেন, কী পারবেন না?