![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Aadhaar Card Lock: পুজোর ভিড়ে Aadhaar হারিয়েছে? অনলাইনে Lock হবে আধার-তথ্য়
Aadhaar Tips: কার্ড হারালে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। অনলাইনে দ্রুত Lock করা যাবে আধার।
![Aadhaar Card Lock: পুজোর ভিড়ে Aadhaar হারিয়েছে? অনলাইনে Lock হবে আধার-তথ্য় How to Lock Aadhaar Card if it stolen or lost, Steps to lock Aadhaar online, UIDAI Aadhaar Card Lock: পুজোর ভিড়ে Aadhaar হারিয়েছে? অনলাইনে Lock হবে আধার-তথ্য়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/22/0566672812a150848f0530e5af07cfb21697963572852385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বাড়ির বাইরে গেলে সঙ্গে কোনও না কোনও পরিচয়পত্র থাকে। পুজোর সময় দিনরাত ঘোরাঘুরি চলে। সেই সময়েও অনেকেই সঙ্গে রাখেন আধার। কিন্তু, পুজোর ভিড়ে যদি সেই আধার হারিয়ে যায়? যদি কোনওভাবে চুরি হয়ে যায় সঙ্গের ব্যাগ আর তাতে থাকা আধার কার্ড (Aadhaar Card)? কী করবেন? উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। কার্ড হারালে ভোগান্তি হবে ঠিকই। কিন্তু তার সঙ্গেই Lock-ও করা যাবে নিজের আধার কার্ড, সেটাও অনলাইনে।
আধার তথ্য লক করে দিলে, ওই কার্ড যদি দৃষ্কৃতীদের হাতে পড়েও যায়, তবুও সেই কার্ডের তথ্য নিয়ে কিছু করা যায় না।
Aadhaar Lock-এর অর্থ কী?
আধার তথ্য লক করে দিলে প্রতারকরা চুরি যাওয়া আধার কার্ড নিয়ে কোনওরকম অথেন্টিফিকেশন কোড বের করতে পারবে না। সেই আধারের বায়োমেট্রিক, ডেমোগ্রাফিক তথ্য় বের করতে পারবে না। পরে যখন হাতে নতুন আধার কার্ড আসবে তখন ফের UID আনলক করে দেওয়া যাবে। UIDAI -এর ওয়েবসাইটের মাধ্যমে অথবা mAadhaar অ্যাপের মাধ্যমেই সেটা করা যাবে। আনলক করার পরে ব্যবহারকারী UID, UID টোকেন এবং VID-ব্যবহার করা যাবে।
অনলাইনে কীভাবে লক করবেন আধার?
প্রথমেই যেতে হবে UIDAI ওয়েবসাইটে (https://uidai.gov.in/)
সেই সাইটে গিয়ে My Aadhaar ট্য়াবে ক্লিক করতে হবে
এরপর Aadhaar Service সেকশনে গিয়ে 'Aadhaar Lock/Unlock'- এই অপশনে ক্লিক করতে হবে
এবার বেছে নিতে হবে Lock UID অপশন।
এবার আধার নম্বর, পুরো নাম এবং পিন কোড দিতে হবে
এবার ক্লিক করতে হবে Send OTP বাটনে
এবার আধারে নথিভুক্ত থাকা মোবাইল নম্বরে OTP আসবে, সেটা সাবমিট করে দিতে হবে।
SMS-এর মাধ্যমেও আধার লক করতে হবে:
মেসেজে লিখতে হবে GETOTP. তারসঙ্গেই আধারের শেষ চারটে সংখ্যা লিখতে হবে। GETOPT****
এবার রেজিস্টার্ড বা নথিভুক্ত থাকা মোবাইল নম্বর থেকে ১৯৪৭ (1947) এই নম্বরে মেসেজ করতে হবে।
তারপর আবার মেসেজে লিখতে হবে LOCKUID****OTP
এবার সংশ্লিষ্ট আধার লক হয়ে গেলেই মেসেজ চলে আসবে।
লক করার পরে হাতে নতুন আধার কার্ড এলে তারপর আনলক করবেন কীভাবে?
প্রথমেই যেতে হবে UIDAI ওয়েবসাইটে (https://uidai.gov.in/)
সেই সাইটে গিয়ে My Aadhaar ট্য়াবে ক্লিক করতে হবে
এরপর Aadhaar Service সেকশনে গিয়ে 'Aadhaar Lock/Unlock'- এই অপশনে ক্লিক করতে হবে
এবার বেছে নিতে হবে Unlock UID অপশন।
এবার ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি লিখে SEND OTP বাটন ক্লিক করতে হবে।
এবার রেজিস্টার্ড নম্বরে আসা OTP দিতে হবে।
আরও পড়ুন: ৮৭ পয়সার শেয়ার করল কোটিপতি, জানেন এই মাল্টিব্যাগারের নাম
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)