FD Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল ICICI ব্যাঙ্ক, জেনে নিন-কত দিনে কী সুদ
ICICI Bank FD Rates: RBI তৃতীয়বার রেপো রেট বৃদ্ধির পরই ফের স্থায়ী আমানতে সুদের হার বাড়াতে শুরু করেছে ব্যাঙ্কগুলি। এবার সেই তালিকায় নাম লেখাল দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক ICICI।
ICICI Bank Hikes FD Rates: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৃতীয়বার রেপো রেট বৃদ্ধির পরই ফের স্থায়ী আমানতে সুদের হার বাড়াতে শুরু করেছে ব্যাঙ্কগুলি। এবার সেই তালিকায় নাম লেখাল দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক ICICI। ২ থেকে ৫ কোটি টাকার স্থায়ী আমানতের সুদের হারে বড় পরিবর্তন করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ৮ অগাস্ট থেকে কার্যকর হয়েছে ব্যাঙ্কের নতুন রেট।
রেপো রেট বাড়াল আরবিআই
দেশের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ক্রমাগত বড় পদক্ষেপ নিচ্ছে। গত চার মাসে মোট তিনবার রেপো রেট বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। প্রথম দু-বার মোট ৯০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল এই হার। এবার RBI মোট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে রেপো রেট। বর্তমানে রেপো রেট রাখা হয়েছে ৫.৪০ ।
ICICI ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের ২ থেকে ৫ কোটি টাকার FD-তে ৩.২৫ থেকে ৫.৭০ সুদের হার অফার করছে। ৭ দিন থেকে ৫ বছরের FD-তে পাওয়া যাচ্ছে এই সুদের হার।
2 থেকে 5 কোটি টাকার FD-এর নতুন রেট
৭ থেকে ১৪ দিন -৩.২৫ শতাংশ
১৫ থেকে ২৯ দিন - ৩.২৫ শতাংশ
৩০ থেকে ৪৫ দিন - ৩.৩৫ শতাংশ
৪৬ থেকে ৬০ দিন - ৩.৬৫ শতাংশ
৬১ থেকে ৯০ দিন -৪.৫০ শতাংশ
৯১ থেকে ১২০ দিন -৫.০০ শতাংশ
১২১ থেকে ১৫০ দিন -৫.০০ শতাংশ
১৫১ থেকে ১৮৪ দিন -৪.৭৫ শতাংশ
১৮৫ থেকে ২১০ দিন - ৫.২৫ শতাংশ
২১১ থেকে ২৭০ দিন - ৫.২৫ শতাংশ
২৭১ থেকে ২৮৯ দিন-৫.৫০ শতাংশ
২৯০ দিন থেকে ১ বছরের কম - ৫.২৫ শতাংশ
১ বছর থেকে ২ বছর -৫.৭৫ শতাংশ
২ থেকে ৩ বছর - ৫.৭৫ শতাংশ
৩ থেকে ৫ বছর -৫.৭৫ শতাংশ
৫ থেকে ১০ বছর -৫.৭৫ শতাংশ
এফডি রেট ২ কোটির নিচে-
৭ থেকে ১৪ দিন - ২.৭৫ শতাংশ
১৫ থেকে ২৯ দিন - ৫.২৫ শতাংশ
৩০ থেকে ৪৫ দিন - ৩.২৫ শতাংশ
৪৬ থেকে ৬০ দিন - ৫.২৫ শতাংশ
৬১থেকে ৯০ দিন - ৩.২৫ শতাংশ
৯১ থেকে ১২০ দিন - ৩.৭৫ শতাংশ
১২১ থেকে ১৫০ দিন -৩.২৫ শতাংশ
১৫১ থেকে ১৮৪ দিন-৩.৭৫ শতাংশ
১৮৫ দিন থেকে ২১০ দিন-৪.৬৫ শতাংশ
২১১ দিন থেকে ২৭০ দিন-৩.২৫ শতাংশ
২৭১ দিন থেকে ২৮৯ দিন -৪.৬৫ শতাংশ
২৯০ দিন থেকে ১ বছরের কম -৪.৬৫ শতাংশ
১ বছর থেকে ২ বছর - ৫.৩০ শতাংশ
২ থেকে ৩ বছর - ৫.৩৫ শতাংশ
৩ থেকে ৫ বছর -৫.৭০ শতাংশ
৫ থেকে ১০ বছর পর্যন্ত FD -৫.৭৫ শতাংশ