Indian Railway Rules: ট্রেনে ভুলেও করবেন না এই কাজ, জরিমানার সঙ্গে হবে জেল
Indian Railways: ভুল করেও ট্রেনে করবেন না এই কাজ।এই বিষয়ে ইতিমধ্যেই পশ্চিম রেলওয়ে তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে যাত্রীদের সতর্ক করেছে।
Indian Railways: ভুল করেও ট্রেনে করবেন না এই কাজ। একবার এই কাজ করলে জরিমানা-সহ জেলে যেতে হতে পারে যাত্রীকে। সম্প্রতি এই নিয়ে যাত্রীদের সতর্ক করেছে ভারতীয় রেল (Indian Railway)।
Indian Railways: চিন্তা বাড়ল যাত্রীর
ভারতীয় রেল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে যাতায়াত করেন। তাই রেলকে ভারতের লাইফলাইন বলা হয়। এই অবস্থায় যাত্রীদের নিরাপত্তার জন্য অনেক নিয়ম করেছে রেল। মূলত, যাত্রীদের আনন্দদায়ক ও নিরাপদ ভ্রমণে সাহায্য করতেই কিছু জিনিস বহনে নিষেধাজ্ঞা জারি করেছে রেল কর্তৃপক্ষ। এসব জিনিস নিয়ে ভ্রমণের জন্য জরিমানা এমনকী জেলও হতে পারে যাত্রীদের।
Indian Railways: যাত্রীদের সতর্ক করেছে রেল
এই বিষয়ে ইতিমধ্যেই পশ্চিম রেলওয়ে তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে যাত্রীদের সতর্ক করেছে। যেখানে বলা হয়েছে, কোনও ধরনের দাহ্য পদার্থ, অর্থাৎ ট্রেনে আগুন ধরতে পারে এমন জিনিস নিয়ে ভ্রমণ করা যাবে না। কোনও কারণে যাত্রী এই কথা না মানলে যাত্রীদের জরিমানা দিতে হবে। এর পাশাপাশি যাত্রীদের জেল বা উভয় দণ্ড হতে পারে। রেলওয়ের টুইটে বলা হয়েছে, কেরোসিন, পেট্রোল, আতশবাজি ও গ্যাস সিলিন্ডারের মতো দাহ্য পদার্থ ট্রেনে যাত্রার সময় বহন করা শাস্তিযোগ্য অপরাধ।
Indian Railways: কড়া ব্যবস্থা নেবে রেল
ট্রেন বা রেল স্টেশন চত্বরে যেকোনও ধরনের দাহ্য পদার্থ আনা নিষিদ্ধ করেছে ভারতীয় রেল। আপনি যদি ট্রেনে কোনও ধরনের দাহ্য পদার্থ বহন করেন, তাহলে রেলওয়ে আপনার বিরুদ্ধে রেলওয়ে আইন 1989 এর ধারা 164 এর অধীনে ব্যবস্থা নিতে পারে। সেই ক্ষেত্রে যাত্রীকে 3 বছরের কারাদণ্ড বা 1000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।
Indian Railways: রেলওয়ে চত্বরে এসব জিনিস নিষিদ্ধ
ট্রেনে শুকনো ঘাস, গ্যাস সিলিন্ডার, বাজি, পেট্রল, কেরোসিন, দেশলাই, কেরোসিন ইত্যাদি বহন করা নিষিদ্ধ। এর পাশাপাশি ট্রেনে ধূমপানও নিষিদ্ধ। এই ধরনের কাজ করলে যাত্রীদের ৩ বছরের জেল ও জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
আরও পড়ুন : Jan Dhan Account: মাসে পাবেন ৩০০০ টাকা, এই অ্যাকাউন্টে খাতা খুললেই বিশেষ সুবিধা