(Source: ECI/ABP News/ABP Majha)
LIC IPO Share Listing: আজ বাজারে আসবে এলআইসির শেয়ার, কিনবেন না বিক্রি করবেন ?
LIC IPO Share Listing: এলআইসি আইপিও-তে কেনাকাটা শেষ হয়েছে আগেই। আজ মঙ্গলবার দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে চলেছে LIC।
LIC IPO Share Listing: এলআইসি আইপিও-তে কেনাকাটা শেষ হয়েছে আগেই। আজ মঙ্গলবার দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে চলেছে LIC। এবার থেকে খোলা বাজারে পাওয়া যাবে এলআইসির শেয়ার। কিনবেন, বিক্রি করবেন না রেখে দেবেন ? এই বাজারে LIC IPO নিয়ে কী বলছেন বিনিয়োগকারীরা।
LIC IPO: আজ শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে এলআইসি
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ারের তালিকা আজ দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে। সকালে এলআইসি-র শেয়ার তালিকাভুক্তির সঙ্গে সঙ্গে কোটি কোটি বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারের অপেক্ষার অবসান হবে। এখন তাঁরা চাইলেই এই শেয়ার কিনতে বা বিক্রি করতে পারেন।
LIC-র IPO থেকে সরকার 21,000 কোটি টাকা তুলেছে
এলআইসির এই আইপিও থেকে 20,557 কোটি টাকা সংগ্রহ করতে সফল হয়েছে সরকার। আশা করা হচ্ছে, প্রিমিয়ামে তালিকাভুক্ত হবে এই শেয়ার। বিনিয়োগকারী-ব্যবসায়ী ও পলিসি হোল্ডাররা যাতে ভাল লাভের মুখ দেখতে পারেন, সেই বিষয়ে নজর দেওয়া হচ্ছে।
LIC IPO: শেয়ারের তালিকাভুক্তি হিট না হলে কী করবেন ?
বাজার বিশেষজ্ঞরা বলছেন, পুঁজিবাজারে সাম্প্রতিক দুর্বলতার ক্ষেত্রে ধীরগতিতে চলা শুরু করতে পারে LIC। তবে এতে বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাদের অবশ্যই মাঝারি থেকে দীর্ঘমেয়াদে LIC-র শেয়ার ধরে রাখতে হবে।
LIC IPO: ৯৪৯ টাকা ইস্যু মূল্য
সরকার LIC শেয়ারের ইস্যু মূল্য শেয়ার প্রতি 949 টাকা ধরেছে। এলআইসি-র পলিসিহোল্ডার ও খুচরো বিনিয়োগকারীরা যথাক্রমে প্রতি শেয়ার 889 টাকা ও 904 টাকায় পাবেন। শেয়ারগুলি আজ 17 মে BSE ও NSE-তে তালিকাভুক্ত হবে।
আরও পড়ুন : EPFO News: পিএফ হোল্ডারের মৃত্যু হলে কত পেনশন পাবে স্ত্রী-সন্তান ? কী বলছে নিয়ম ?