LPG Cylinder Expiry Date: বিস্কুটের এক্সপায়ারি দেখেন ! গ্যাসের সিলিন্ডারের দেখেন কি ?
LPG Cylinder Expiry Date : জিনিস কেনার আগে তার মেয়াদ ফুরোনোর দিন সম্পর্কে জেনে নেন বেশিরভাগ ক্রেতা। অথচ গ্যাসের সিলিন্ডারের বেলায় ভুলে যান সবকিছু। জেনে নিন আপনার এলপিজি সিলিন্ডার কতটা সুরক্ষিত।
LPG Cylinder Expiry Date Information: জিনিস কেনার আগে তার মেয়াদ ফুরোনোর দিন সম্পর্কে জেনে নেন বেশিরভাগ ক্রেতা। অথচ রান্নার গ্যাসের সিলিন্ডারের বেলায় দেখতে ভুলে যান সবকিছু। জেনে নিন আপনার এলপিজি সিলিন্ডার কতটা সুরক্ষিত।
IOCL Update: এলপিজি সিলিন্ডার ব্যবহারকারীদের মনে প্রায়শই উঁকি দেয় এই প্রশ্ন। আপনি কি জানেন আপনার এলপিজি সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ কত বা এটি সংসারের জন্য কতটা নিরাপদ ? এই বিষয়েই নিজেদের ওয়েবসাইটে তথ্য দিয়েছে তেল বিপণন সংস্থা আইওসিএল (Indian oil)। কী বলছে কোম্পানি ?
IOCL-এর ওয়েবসাইটে রয়েছে কী তথ্য ? আইওসি তার ওয়েবসাইটে জানিয়েছে, LPG সিলিন্ডার একটি বিশেষ ধরনের ইস্পাত ও সুরক্ষিত আবরণ দিয়ে তৈরি। রান্নার গ্যাসের
সিলিন্ডারের উত্পাদন BIS 3196 এর নিয়ম মেনেই তৈরি হয়। কেবল CCOE দ্বারা অনুমোদিত ও BIS লাইসেন্স রয়েছে এমন সংস্থাকেই এই সিলিন্ডার তৈরির অনুমোদন দেওয়া হয়। তাই আপনার সিলিন্ডার সুরক্ষিত।
LPG Cylinder Expiry Date: মেয়াদ শেষ হওয়ার তারিখের তথ্য 2007 সাল থেকেই আইওসি-র ওয়েবসাইটে রয়েছে এই তথ্য। যেখানে বলা হয়েছে, সব পণ্যেরই প্রায় নির্দিষ্ট মেয়াদকাল থাকে। তারপরই তা নষ্ট হয়ে যায়। তবে এলপিজি সিলিন্ডার কিছু মানদণ্ডের ওপর ভিত্তি করে তৈরি হয়। সময়ে-সময়ে এর নানা ধরনের পরীক্ষা হয়ে থাকে। তবে এর
কোনও এক্সপায়ারি ডেট বা মেয়াদ ফুরোনোর দিন হয় না।
LPG Cylinder Expiry Date: কীভাবে দেখবেন সিলিন্ডারের মার্কিং বা কোড
এলপিজি সিলিন্ডারের বিধিবদ্ধ পরীক্ষা ও রং করার জন্য সময় নির্দিষ্ট করা থাকে। সিলিন্ডারের ওপর একটি কোডের মতো লেখা থাকে। যাতে কবে ওই সিলিন্ডার পরীক্ষার জন্য পাঠাতে হবে, তা লেখা থাকে। ধরুন, A 2022 এর অর্থ হল 2022 সালের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) পরীক্ষার জন্য পাঠানো হবে নির্দিষ্ট সিলিন্ডার। একইভাবে যে সিলিন্ডারে B 2022 লেখা আছে, সেগুলো 2022 সালের দ্বিতীয় ত্রৈমাসিকের (জুলাই-সেপ্টেম্বর) মধ্যে পরীক্ষার জন্য পাঠানো হবে। C 2022 এর অর্থ হল 2022 সালের তৃতীয় প্রান্তিকে(অক্টোবর-ডিসেম্বর) মাসে পাঠাতে হবে নির্দিষ্ট সিলিন্ডারগুলি। যে সিলিন্ডারের উপরে D 2022 লেখা আছে সেগুলো 2022 সালের চতুর্থ ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ) মধ্যে পুনরায় পরীক্ষার জন্য পাঠাতে হবে।
Indian oil update: কাজে লাগবে ইন্ডিয়ান অয়েলের এই লিঙ্ক
আপনি যদি এই সম্পর্কে আরও তথ্য পেতে চান, তাহলে ইন্ডিয়ান অয়েল ওয়েবসাইট iocl.com/pages/indane-cooking-gas-overview-এর এই লিঙ্কে যোগাযোগ করতে পারেন। এখানে সব তথ্য বিস্তারিতভাবে পড়তে পারবেন। এর জন্য আপনাকে এই লিঙ্কে যেতে হবে।