LPG Cylinder Price: এক ধাক্কায় প্রায় ১০০, দাম কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের
Commercial Cooking Gas: বৃহস্পতিবার বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম কমেছে ৯১ টাকা ৫০ পয়সা।
নয়াদিল্লি: সামান্য হলেও স্বস্তি, দাম কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের। ১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার (Commercial Cooking Gas Cylinder) প্রতি দাম কমেছে ৯১ টাকা ৫০ পয়সা। আজ থেকেই কার্যকর করে নতুন দাম (New Price)।
দাম কমার ফলে এখন দিল্লিতে (Delhi) ১৯ কেজির সিলিন্ডার প্রতি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছে ১৮৮৫ টাকায়। আগে যে দাম ছিল ১৯৭৬ টাকায়।
এর আগেও দাম কমেছিল:
সম্প্রতি বেশ কয়েকবার দাম কমেছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম (Commercial Cooking Gas Cylinder)।
- ১ আগস্ট, ২০২২, সিলিন্ডার প্রতি ৩৬ টাকা করে দাম কমেছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের।
- ৬ জুলাই, ২০২২, সিলিন্ডার প্রতি ৮.৫ টাকা করে দাম কমেছিল ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের।
ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (Bharat Petroleum Corporation Ltd) বা BPCL ২৬ অগাস্ট থেকে ১৫দিনে একটি রিফিলের নিয়ম এনেছে। অন্য সংস্থাগুলি, অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation) এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন (Hindustan Petroleum Corporation Ltd)-ও একই পথে হাঁটতে পারে।
গৃহস্থালির রান্নার গ্যাস:
বাড়ির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম জুলাই থেকে পরিবর্তিত হয়নি।
- এর আগে জুলাই মাসে ১৪.২ কেজির গৃহস্থালীর রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে বেড়েছিল।
- তার আগে বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়েছিল মে মাসে।
কোথায় কত দাম (বাড়ির রান্নার গ্যাস):
- দিল্লি (Delhi): সিলিন্ডার প্রতি ১০৫৩ টাকা
- কলকাতা (Kolkata): সিলিন্ডার প্রতি ১০৭৯ টাকা
- মুম্বই (Mumbai): সিলিন্ডার প্রতি ১০৫২.৫০ টাকা
- চেন্নাই (Chennai): সিলিন্ডার প্রতি ১০৬৮.৫০ টাকা
বিমানের জ্বালানি (aviation turbine fuel) বা ATF-এর দামও অল্প কমেছে। মাত্র ০.৭ শতাংশ দাম কমানো হয়েছে। বারবার জ্বালানির দাম বৃদ্ধি নাজেহাল হয়েছিলেন দেশের নাগরিকরা। একটা সময় প্রতিদিন বেড়েছে জ্বালানির দাম, পাল্লা দিয়ে বেড়েছে গ্যাসের দামও। পরে জ্বালানির ক্ষেত্রে হস্তক্ষেপ করে কেন্দ্রীয় সরকার। আপাতত বেশ অনেকদিন ধরেই একই জায়গায় রয়েছে জ্বালানি। তবে এখনও সমস্যা রয়েছে গ্যাসের দাম নিয়ে। গত কয়েকবছরে বিপুল হারে বেড়েছে রান্নার গ্যাসের দাম। বাণিজ্যিক গ্যাসের দাম আজ কিছুটা কমলেও, সুরাহা মেলেনি গৃহস্থালির রান্নার গ্যাস নিয়ে।
আরও পড়ুন: মৃত্যু গর্ভবতী ভারতীয় মহিলা পর্যটকের, পদত্যাগ পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রীর