(Source: ECI/ABP News/ABP Majha)
LPG Gas Connection: ১৬ জুন থেকে বাড়ছে দাম, রান্নার গ্যাসের কানেকশন আরও দামি
LPG Gas Connection Price Hike: রান্নার গ্যাসের দাম নিয়ে চিন্তার মধ্যেই এবার আপনার উদ্বেগ বাড়াবে এই বিষয়।
LPG Gas Connection Price Hike: রান্নার গ্যাসের দাম নিয়ে চিন্তার মধ্যেই এবার আপনার উদ্বেগ বাড়াবে এই বিষয়। ১৬ জুন থেকে নতুন এলপিজি কানেকশন নিতে লাগবে আরও টাকা।
LPG Gas Connection: কত টাকা বাড়ছে কানেকশন বাবদ ?
এবার থেকে ঘরের জন্য ১৪.২ কেজির সিলিন্ডার সংযোগের জন্য সিকিউরিটি অ্যামাউন্ট বাবদ ৭৫০টকা জমা দিতে হবে গ্যাস কোম্পানিগুলির কাছে। এখানেই শেষ নয়, কিলোগ্রামওয়ালা সিলিন্ডারের ক্ষেত্রে আরও ৩৫০ টাকা দিতে হবে নতুন গ্রাহকদের। সঙ্গে বেড়েছে গ্যাসের রেগুলেটারের দাম। এবার থেকে নতুন গ্যাস রেগুলেটর কিনতে গ্রাহককে ১০০ টাকা বেশি দিতে হবে।
LPG Gas Connection Price Hike: এক ধাক্কায় অনেকটাই বাড়ল দাম
আগে নতুন এলপিজি সিলিন্ডারের কানেকশন নিতে গ্রাহকদের ১৪৫০ টাকা দিতে হত। এবার এক ধাক্কায় সেই কানেকশনের দাম বেড়ে ২২০০ টাকা হয়ে গেছে। নতুন করে সংযোগ বাবদ বেড়েছে ৭৫০ টাকা। এই বেশি টাকাটা সিলিন্ডারের সিকিউরিটি ডিপোজিট বাবদ নিচ্ছে গ্যাস কোম্পানিগুলি। সঙ্গে রেগুলেটররে জন্য দিতে হচ্ছে ২৫০ টাকা। পাশাপাশি পাসবুকের জন্য ২৫ টাকা ও পাইপের জন্য ১৫০ টাকা আলাদাভাবে দিতে হবে আবেদনকারীকে। সেই অনুসারে প্রথমবার গ্যাস সিলিন্ডার সংযোগ ও প্রথম সিলিন্ডারের জন্য গ্রাহককে মোট ৩,৬৯০ টাকা দিতে হবে। যদি একজন উপভোক্তা দুটি সিলিন্ডার নেন, তাহলে তাঁকে জামানত হিসেবে ৪৪০০ টাকা দিতে হবে।
LPG Gas Connection: উজ্জ্বলা স্কিমের সুবিধাভোগীদের জন্যও ধাক্কা
পাঁচ কিলোগ্রামের একটি সিলিন্ডারের সিকিউরিটি ডিপোজিটের জন্য জন্য এখন বেশি টাকা জমা দিতে হবে। পাঁচ কেজি সিলিন্ডারের সিকিউরিটি বাবদ এখন ৮০০ টাকার পরিবর্তে ১১৫০ টাকা দিতে হবে। প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার আওতায় এলপিজি সিলিন্ডার নেওয়া গ্রাহকরাও এই ঘোষণায় হতবাক হবেন। যদি এই গ্রাহকরা তাদের সিলিন্ডার দ্বিগুণ করেন অর্থাৎ আরও সিলিন্ডার নেন, তাহলে তাদের সিকিউরিটি ডিপোজিটের টাকা আরও বেড়ে যাবে। এখানেই শেষ নয়, নতুন রেগুলেটরের জন্য গ্রাহকদের এখন ১৫০ টাকার পরিবর্তে ২৫০ টাকা খরচ করতে হবে।