NEFT & RTGS Offline: ইন্টারনেট বা মোবাইল ব্যাঙ্কিং নেই ? অফলাইনে এইভাবে করুন NEFT, RTGS
Offline NEFT & RTGS: অনেক ক্ষেত্রেই স্মার্টফোন বা কম্পিউটার না থাকার কারণে অনলাইনে NEFT & RTGS করার সুবিধা নিতে পারেন না গ্রাহকরা। সেই ক্ষেত্রে কী করবেন ?
Offline NEFT & RTGS: শহরের গ্রাহকরা যখন খুশি নিতে পারেন এই সুবিধা। ভাল ইন্টারনেট সংযোগের কারণে NEFT ও RTGS যখন-তখন করতে পারেন তাঁরা। যদিও গ্রামাঞ্চলে ইন্টারনেট সংযোগ ভাল না হওয়ায় ভুগতে হয় গ্রাহকদের। অনেক ক্ষেত্রেই স্মার্টফোন বা কম্পিউটার না থাকার কারণে অনলাইনে এইভাবে টাকা পাঠানোর সুবিধা নিতে পারেন না তাঁরা। সেই ক্ষেত্রে অফলাইনে NEFT ও RTGS-এর সুবিধা নিতে এই পদ্ধতি অবলম্বন করতে হবে ব্যাঙ্কের গ্রাহকদের।
Money Transfer: অফলাইন মানি ট্রান্সফারের গুরুত্বপূর্ণ বিষয়
NEFT ও RTGS-এর অফলাইন পরিষেবা সেই সব গ্রাহকের জন্য প্রয়োজনীয়, যাদের মোবাইল, কম্পিউটার বা ভাল ইন্টারনেট সংযোগ নেই৷ এর পাশাপাশি যারা অনলাইন ব্যাঙ্কিং প্রযুক্তি ব্যবহার করতে জানেন না, তারাও এই সুবিধাটি ব্যবহার করতে পারবেন। এই অফলাইন সুবিধাটি নিতে আপনাকে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে, তার নিকটতম শাখায় যেতে হবে। আপনাকে আগে দেখে নিতে হবে যেন ওই শাখায় এই সুবিধা পাওয়া যায়।
NEFT ও RTGS অফলাইনে কীভাবে করবেন
NEFT ও RTGS-এর জন্য আপনাকে ব্যাঙ্কে একটি ফর্ম পূরণ করতে হবে। যাকে NEFT বা RTGS ফান্ড ট্রান্সফার রিকোয়েস্ট ফর্ম বলা হয়। এতে আপনাকে নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের নাম, IFSC কোড, পাঠাতে চান তাঁর নাম, টাকার পরিমাণ পূরণ করতে হবে। এই ফর্মের সঙ্গে আপনাকে একই অঙ্কের একটি চেকও যুক্ত করতে হবে। এর পরে এটি ব্যাঙ্কে জমা করুন ও আপনার টাকা NEFT বা RTGS এর মাধ্যমে ট্রান্সফার। এর জন্য আপনাকে ব্যাঙ্কে কিছু ফিও দিতে হবে।
Money Transfer: ফান্ড ট্রান্সফারের জন্য IFSC কোড প্রয়োজন
অফলাইন NEFT ও RTGS-এর মাধ্যমে টাকা পাঠাতে আপনি যে ব্যাঙ্কের কাছে টাকা পাঠাতে চান, সেই ব্যাঙ্কের শাখার IFSC কোড থাকা প্রয়োজন৷ এই কোডটি 11 নম্বরের হয় ও প্রতিটি শাখার জন্য আলাদা কোড থাকে। তাই আপনাকে অবশ্যই IFSC কোড জানতে হবে।
NEFT & RTGS: কী সুবিধা পাবেন
এর মাধ্যমে আপনি নেট ও নেটব্যাঙ্কিং ছাড়াই যেখানে খুশি আপনার টাকা পাঠাতে পারবেন। এই সুবিধাটি বিশেষত সেই সব লোকেদের জন্য যারা মোবাইল ব্যাঙ্কিং বা নেটব্যাঙ্কিং ব্যবহার করতে পারেন না। যেখানে ইন্টারনেট সংযোগ নেই তাদের ক্ষেত্রেও এই পদ্ধতি কার্যকর।
আরও পড়ুন : Cyber Fraud: প্রতারকদের নিশানায় প্রবীণ নাগরিকরা, নিরাপদ থাকতে মানুন এই পরামর্শ