PAN Adhaar Link: বাড়ি বসেই সহজে সারুন প্যান-আধার লিঙ্ক, কীভাবে? দেখুন এখানে
Pan Card: ৩১ মার্চের আগেই সেরে ফেলতে হবে প্যান আধারের লিঙ্ক।
কলকাতা: ব্যাঙ্কের কাজের জন্য সবচেয়ে জরুরি নথি হল প্যান কার্ড। শুধু ব্যাঙ্কের কাজ নয়, যে কোনও বিনিয়োগের জন্য দরকার পড়ে প্যান কার্ডের। ৩১ মার্চের আগে অবশ্যই আপনার প্যান কার্ড-আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে। সেটা যদি না করেন তাহলে ১ এপ্রিল থেকে অকেজো হয়ে যাবে প্যান কার্ড। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিনিয়োগের কাজ- সব জায়গায় হোঁচট খাবেন। ট্যাক্স রিটার্নেও সমস্যা হবে।
৩১ মার্চের আগেই সেরে ফেলতে হবে প্যান আধারের লিঙ্ক। এখনও পর্যন্ত যা নিয়ম তাতে লিঙ্ক না করা হলে অকেজো হয়ে যাবে PAN card.
এই লিঙ্কের কাজটা বাড়িতে বসেই অনলাইনে করা সম্ভব। কী সেই পদ্ধতি।
কীভাবে করা যাবে লিঙ্ক:
- প্রথমে যেতে হবে ইনকাম ট্যাক্স e-filing পোর্টালে। https://incometaxindiaefiling.gov.in
- আগে রেজিস্ট্রেশন করতে হবে, Used ID হবে PAN নম্বর.
- Used ID, পাসওয়ার্ড ও জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে হবে।
- তারপরেই একটি Pop Up উইন্ডো খুলে যাবে। প্যান ও আধার লিঙ্কের তথ্য দিয়ে। লিঙ্কের জন্য প্রোফাইল সেটিংসে গিয়ে link Adhaar অপশনে ক্লিক করতে হবে।
- যা যা তথ্য চাওয়া হয়েছে তা দিতে হবে, একবার দেখে নিয়ে হবে যাবতীয় তথ্য ঠিক রয়েছে কিনা, বানান ঠিক রয়েছে কিনা।
- সব তথ্য় দেওয়া হয়ে গেলে Link Now -তে ক্লিক করতে হবে। তাহলেই হয়ে যাবে পুরো প্রক্রিয়া
- https://www.utiitsl.com/ বা https://www.egov-nsdl.co.in/ এই দুটি সাইটেও PAN ও আধার লিঙ্ক করা যাবে।
মনে রাখতে হবে:
আধারে উল্লিখিত তথ্যের সঙ্গে স্ক্রিনে থাকা PAN-এর বিবরণ যাচাই করুন। যদি তথ্যের কোন একটিতেও অমিল মেলে, তাহলে নথির যে কোনও একটিতে একই সংশোধন করতে হবে।
মেয়াদ বাড়ল আধার আপডেটেরও
আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করার সময়সীমা বাড়ল। মেয়াদ বেড়ে হয়েছে ১৪ জুন। অর্থাৎ আগামী ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেটের সুযোগ পাওয়া যাবে। সম্প্রতি এমনটাই জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। সাধারণত আধার কার্ডের বিবরণ আপডেটের জন্য ৫০ টাকা ফি প্রয়োজন হয়। তবে আগামী তিনমাস বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে। UIDAI- এর অফশিয়াল ওয়েবসাইটে এই আপডেট করা যাবে।
আরও পড়ুন: আধার-ভোটার সংযোগে স্বস্তি, সময়সীমা বৃদ্ধি আরও ১ বছর