Paytm Payments Bank deadline: কাল থেকে কী করবেন লক্ষ লক্ষ পেটিএম ব্যবহারকারী ? কী কী বদলে গেল ?
Paytm Deadline: প্রাথমিকভাবে, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে যাদের সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট আছে তাঁরা আর আগামীকাল থেকে অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন না।
Paytm Deadline: রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞা অনুসারে আজ শুক্রবার ১৫ মার্চই শেষ হচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লেনদেন প্রক্রিয়া। এবার পেটিএমের (Paytm Payments Bank deadline) লক্ষ লক্ষ ব্যবহারকারীদের জন্য কিছু মূল নিয়ম-নীতি বদলে যেতে চলেছে। কী কী বদল আসতে চলেছে একবার চটজলদি দেখে নিন।
প্রাথমিকভাবে, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে যাদের সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট আছে তাঁরা আর আগামীকাল থেকে অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন না। কেন্দ্রীয় ব্যাঙ্কের মতে, অংশীদার ব্যাঙ্কের থেকে সুইপ-ইন বা রিফান্ড ছাড়া এই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে অন্য কোনওরকম আমানত বা ক্রেডিটের অনুমতি মিলবে না।
এছাড়া, এখনও পর্যন্ত যে ব্যালান্স আছে আপনার অ্যাকাউন্টে তা থেকেই ব্যবহারকারীরা ফান্ড ট্রান্সফার বা টাকা তুলতে পারবেন। টাকা শেষ হয়ে গেলে আর কোনও লেনদেন করা যাবে না। এমনকী ১৫ মার্চের পরেও এইসব পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক (Paytm Payments Bank deadline) অ্যাকাউন্টে রিফান্ড, ক্যাশব্যাক, অংশীদার ব্যাঙ্ক থেকে সুইপ ইন বা সুদ ক্রেডিটের অনুমতি রয়েছে। এই ধরনের ট্রানসাকশান করলে কোনও অসুবিধে হবে না।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, 'অংশীদার ব্যাঙ্কগুলির সঙ্গে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকদের আমানতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরিয়ে আনা যেতে পারে যাকে বলা হয় সুইপ ইন। তবে এক্ষেত্রেও গ্রাহক পিছু একটি নির্ধারিত ব্যালেন্সের সীমা আছে। প্রত্যেক গ্রাহক প্রতি দিন ২ লক্ষ টাকা পর্যন্ত সুইপ ইন করতে পারেন।' ১৫ মার্চের পরে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের মাধ্যমে কোনও নতুন আমানত গ্রাহ্য হবে না। এর পরে কারও বেতন এই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা হবে না।
ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মত অটো ম্যান্ডেট যতক্ষণ অ্যাকাউন্টে ব্যালান্স আছে, তা কার্যকর থাকবে। এর আগে নির্দেশিকা জারি করে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল যাতে ব্যবহারকারীরা অসুবিধে এড়াতে অন্য ব্যাঙ্কের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক করে নেন লেনদেন জারি রাখার জন্য। ব্যবসায়ীরা যারা এতদিন পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সাহায্যে লেনদেন করছিলেন, তাঁদের অ্যাকাউন্ট (Paytm Payments Bank deadline) যদি এবার অন্য কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়, তবেই একমাত্র ১৫ মার্চের পর থেকে এই সুবিধে পাবেন ব্যবসায়ীরা।
পেমেন্ট পাওয়ার জন্য এবার থেকে ব্যবহারকারীকে অন্য ব্যাঙ্ক বা ওয়ালেটের সঙ্গে লিঙ্ক করা একটি নতুন কিউআর কোড পাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে। তবে কেউ চাইলে সার্ভিস প্রোভাইডারের থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বদলে নিতে পারেন।
আরও পড়ুন: Paytm: এই ব্যাঙ্কের সঙ্গে হাত মেলাল পেটিএম, ইউপিআই লেনদেনে কী বদল আসবে ?