Post Office Link: পোস্ট অফিসের সেভিংসের সঙ্গে জুড়তে পারবেন এই অ্যাকাউন্ট, জানুন সুবিধা ও পদ্ধতি
Post Office Savings Account link: এখন আপনি চাইলেই এই সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে জুড়তে পারবেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB)সেভিংস অ্যাকাউন্টও।
Post Office Savings Account link: ব্যাঙ্ক অ্যাকাউন্টের হাজারো সুবিধার পরও পোস্ট অফিসের সেভিংসে(Post Office Savings) আস্থা রাখেন দেশের বহু মানুষ । সেই কারণে কোটি কোটি নাগরিকের অ্যাকাউন্ট রয়েছে পোস্ট অফিসের সেভিংসে। এখন আপনি চাইলেই এই সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে জুড়তে পারবেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB)সেভিংস অ্যাকাউন্টও।
India Post: এই লিঙ্কে কী সুবিধা ?
এখন যেকোনও ব্যক্তি সহজেই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB) এর মাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। কিন্তু আপনি কি জানেন যে পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB) সেভিংস অ্যাকাউন্টও নিজেদের মধ্যে লিঙ্ক করা যেতে পারে। যা আপনাকে অনেক সুবিধা দেবে। আগে জেনে নিন কীভাবে এই দুই অ্যাকাউন্ট জুড়তে হয়।
Post Office Link: কীভাবে লিঙ্ক করবেন দুই অ্যাকাউন্ট ?
১ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট অনুসারে, যদি কোনও গ্রাহক ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ককে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে চান, তাহলে গ্রাহকের একটি সক্রিয় পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
২ এই দুটি অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট খোলার সময় বা পরে দরজায় পরিষেবার (Door step Service) মাধ্যমে এই লিঙ্ক করা যেতে পারে। অথবা IPPB অ্যাক্সেস পয়েন্ট থেকে এই লিঙ্ক করতে পারবেন।
৩ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য গ্রাহককে তার পোস্ট অফিসের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক জিডিএস/পোস্টম্যানকে দোরগোড়ায় পরিষেবায় জন্য বা অ্যাক্সেস পয়েন্টে কাউন্টার কর্মীদের দেখাতে হবে।
৪ পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইপিপিবি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করার পরে গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হয়। যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ শেয়ার করা হয়।
Post Office Savings Account link: এই দুই অ্যাকাউন্ট লিঙ্কের সুবিধা
যদি আপনার IPPB অ্যাকাউন্টে ২ লক্ষ টাকার বেশি ঢোকে তাহলে লিঙ্কের পরে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে (POSA) টাকা চলে আসবে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট থেকে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে পুরো ব্যালেন্স এক বারে পাঠানো যেতে পারে। এই ক্ষেত্রে সর্বাধিক ব্যালেন্সের কোনও সীমা নেই।
IPPB Mobile Banking App: আইপিপিবি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে গ্রাহকরা তহবিল পরিচালনা করতে পারেন। অ্যাপের মাধ্যমে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে নগদ তোলা ও জমা করা যেতে পারে।