PM Awas Yojana: পিএম আবাস যোজনার বরাদ্দ বাড়ি বাতিল হবে! যদি না করেন এই কাজ
PM Awas Yojana News: বদলে গিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়ম। এবার থেকে পিএম আবাস যোজনায় বাড়ি করলেও তা হাতছাড়া হতে পারে আপনার।
PM Awas Yojana News: বদলে গিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়ম। এবার থেকে পিএম আবাস যোজনায় বাড়ি করলেও তা হাতছাড়া হতে পারে আপনার। সেই ক্ষেত্রে মানতেই হবে এই নিয়ম। অন্যথায় বাড়ি হারাবেন আপনি।
Pradhanmantri Awas Yojana: কী নতুন নিয়ম সরকারের ?
সম্প্রতি পিএম আবাস যোজনার নিয়মে বড় পরিবর্তন হয়েছে। যদি আপনাকে প্রধানমন্ত্রী আবাসের বাড়ি বরাদ্দ করা হয়ে থাকে, তাহলে সেখানে পাঁচ বছর থাকা বাধ্যতামূলক করেছে সরকার। অন্যথায় আপনার বরাদ্দ বাড়ি বা ফ্ল্যাট বাতিল হয়ে যাবে। নতুন নিয়মে বলা হয়েছে, যারা বাড়িগুলি পাওয়ার পর নিয়ম মানবে না, তাদের পরবর্তীকালে ঘরের রেজিস্ট্রি করবে না সরকার।
PM Awas Yojana: কারচুপি বন্ধ করতেই এই সিদ্ধান্ত
আসলে যাদের এই বা়ড়ি দেওয়া হচ্ছে, তারা সেই ঘরে থাকছে কিনা তা জানতে চাইছে সরকার। সেই কারণে পাঁচ বছর দেখার পরই চুক্তি লিজ ডিডে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যথায় উন্নয়ন কর্তৃপক্ষ আপনার সঙ্গে যে চুক্তি হয়েছে তা বাতিল করবে। পরে আপনার জমা অর্থও ফেরত দেওয়া হবে না। অর্থাৎ সামগ্রিকভাবে এই প্রকল্পের ফাঁক ফোকর বন্ধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
PM Awas Yojana: কী নিয়ম রয়েছে ?
প্রধানমন্ত্রী আবাস যোজনার শর্তাবলী অনুসারে, শহরে এই যোজনার আওতায় নির্মিত ফ্ল্যাটগুলি কখনই ফ্রি হোল্ড হবে না। পাঁচ বছর পরও মানুষকে এর জন্য লিজ বা ইজারা নিতে হবে। এরফলে আগে যারা পিএম আবাস যোজনার আওতায় বাড়ি ভাড়া নিতেন, তারা এখন আর সেই কাজ করবেন না।সরকার জানিয়েছে, এই স্কিমের আওতায় কোনও বরাদ্দকারীর মৃত্যু হলে, ইজারা কেবল পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হবে।অন্য কোনও পরিবারের সঙ্গে কোনও চুক্তি করবে না। এই চুক্তির আওতায় বরাদ্দকারীদের বাড়িগুলি 5 বছরের জন্য ব্যবহার করতে হবে। এর পরে বাড়িগুলির ইজারা ফের পাওয়া যাবে।
আরও পড়ুন : RBI MPC Meet: আরও বাড়তে পারে EMI ! ৬ জুন ফের বৈঠকে বসছে রিজার্ভ ব্যাঙ্ক