SBI Update: এই নম্বর ছাড়া তুলতে পারবেন না টাকা, গ্রাহকস্বার্থে ট্যুইট করল SBI
SBI Customer Update: দেশে নিত্যদিন আর্থিক প্রতারণার ঘটনা রুখতে ব্যবস্থা নিয়েছে স্টেট ব্যাঙ্ক (SBI)। গ্রাহকদের অর্থ নিরাপদ রাখাই এই সুবিধার মূল উদ্দেশ্য।
SBI ATM: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI)গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। এবার থেকে স্টেট ব্যাঙ্কের ATM থেকে টাকা তুলতে প্রয়োজন হবে এই নম্বর। অন্যথায় নগদ তুলতে পারবেন না আপনি।
SBI Customer Update: এই নম্বর ছাড়া তোলা যাবে না টাকা
এখন আপনাকে SBI ATM থেকে টাকা তুলতে একটি OTP নম্বর দিতে হবে। এর পরেই আপনি ATM থেকে টাকা তুলতে পারবেন। সারা দেশে আর্থিক জালিয়াতির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় SBI গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে।
SBI ATM: ১লা জানুয়ারি থেকে শুরু হয়েছে সুবিধা
গ্রাহকদের এটিএম লেনদেন নিরাপদ করতে ব্যাঙ্ক ১ জানুয়ারি ২০২০ থেকে OTP ভিত্তিক লেনদেন শুরু করেছে। গ্রাহকদের অর্থ নিরাপদ রাখাই এই সুবিধার মূল উদ্দেশ্য।
SBI Customer Update: প্রতারকদের রুখতে ভ্যাকসিন স্টেট ব্যাঙ্কের
দেশে নিত্যদিন আর্থিক প্রতারণার ঘটনা রুখতে ব্যবস্থা নিয়েছে স্টেট ব্যাঙ্ক (SBI)। ইতিমধ্যেই এটিএমে OTP ভিত্তিক পরিষেবা চালু করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সম্প্রতি এই নিয়ে ট্যুইট করেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। SBI তার অফিশিয়াল টুইটারে লিখেছে, SBI ATM-এ লেনদেনের জন্য OTP ভিত্তিক নগদ তোলার ব্যবস্থা হল প্রতারকদের বিরুদ্ধে একটি ভ্যাকসিন৷ আপনাকে প্রতারণা থেকে রক্ষা করা সর্বদা আমাদের অগ্রাধিকারের মধ্যে পড়ে।
SBI ATM: কীভাবে কাজ করে এই OTP ভিত্তিক পরিষেবা
জালিয়াতদের থেকে গ্রাহকদের বাঁচাতে এই পরিষেবা চালু করেছে স্টেট ব্যাঙ্ক।
১ এই পদ্ধতিতে নগদ তোলার ক্ষেত্রে একটি ওটিপি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো হবে।
২ একটি লেনদেনের ক্ষেত্রে পাঠানো হবে কেবল একটি OTP। যা গ্রাহকের যাচাই পর্ব সম্পূর্ণ করবে।
৩ এর মাধ্যমে প্রতারকরা আপনার টাকা তুলতে পারবে না। বর্তমানে ১০,০০০টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে এই ধরনের ওটিপি আসে গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে।
আরও পড়ুন : ATM Cash Withdrawal: এটিএম থেকে টাকা তুলতে গিয়ে আটকে গেছে, দ্রুত করতে হবে এই কাজ