Union Bank Recruitment 2025 : এই ডিগ্রি থাকলেই হবে, প্রচুর সংখ্যায় নিয়োগ করতে চলেছে Union Bank of India; আবেদনের শেষ তারিখ কবে ?
Job News: Union Bank of India-র এই পোস্টে যাঁরা আবেদন করতে চান, তাঁদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক করে থাকতে হবে।

নয়াদিল্লি : অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করবে Union Bank of India। প্রচুর সংখ্যক নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাঙ্কের তরফে। যোগ্য প্রার্থীরা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাই unionbankofindia.co.in. অর্থাৎ অনলাইনে আবেদন করতে পারেন। ২৬৯১টি পোস্টে নিয়োগ করবে ব্যাঙ্ক। আজ ১৯ ফেব্রুয়ারি থেকেই শুরু রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগামী ৫ মার্চ পর্যন্ত চলছে। কিন্তু, এই পরীক্ষায় বসতে হলে কী যোগ্যতা প্রয়োজন ? কীভাবেই বা হবে নিয়োগ এবং এই সংক্রান্ত অন্যান্য তথ্য জেনে নিন।
যোগ্যতা-মান
Union Bank of India-র এই পোস্টে যাঁরা আবেদন করতে চান, তাঁদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক করে থাকতে হবে। চাকরি প্রার্থীদের স্নাতকের সার্টিফিকেট থাকতে হবে ১ এপ্রিল ২০২১ তারিখের বা তার পরের। ২০২৫ সালে ১ ফেব্রুয়ারির মধ্যে ২০ থেকে ২৮ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
অনলাইন পরীক্ষা, স্থানীয় ভাষায় জ্ঞান এবং দক্ষতার পরীক্ষা, ওয়েট লিস্ট এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া।
অনলাইনে পরীক্ষায় থাকবে- General/ Financial Awareness, General English, Quantitative & Reasoning Aptitude and Computer Knowledge। ১০০ টি প্রশ্নের উত্তর লিখতে বলা হবে। যার পূর্ণমান থাকবে ১০০। পরীক্ষার ফি জমা করবেন যেসব পরীক্ষার্থী তাঁদের পরীক্ষায় দিন-ক্ষণ জানিয়ে দেবে BFSI SSC।
যেসব চাকরিপ্রার্থাী কোনও নির্দিষ্ট রাজ্যের ট্রেনি সিটের জন্য আবেদন করছেন, তাঁদের সংশ্লিষ্ট রাজ্যের যে কোনও স্থানীয় ভাষায় দক্ষ (পড়তে জানতে হবে, লিখতে পারতে হবে, সেই ভাষায় কথা বলতে জানতে হবে এবং বোঝার ক্ষমতা থাকতে হবে) হতে হবে।
অ্যাপ্লিকেশন ফি-
General/ OBC-দের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ৮০০ টাকা ও জিএসটি, সব মহিলা পরীক্ষার্থী, SC/ST প্রার্থীদের ক্ষেত্রে ৬০০ টাকা ও জিএসটি এবং PwBD ক্যাটেগরির জন্য ৪০০ টাকা ও জিএসটি। অনলাইন মাধ্যমে এই ফি জমা করা যাবে।
অন্যদিকে বিশাল সংখ্যায় নিয়োগ করতে চলেছে দেশের অন্যতম আর একটি ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদাও। ৪ হাজার অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। দেশজুড়ে হবে এই নিয়োগ। স্নাতকধারীরা পরীক্ষায় বসতে পারেন। প্রতি মাসে স্টাইপেন্ট মিলবে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। এটা অবশ্য নির্ভর করবে স্থান ও ভূমিকার উপর নির্ভর করে। আজ ১৯ ফেব্রুয়ারি থেকেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে ১১ মার্চ পর্যন্ত চলবে।
ডিসক্লেমার : পরীক্ষা সংক্রান্ত আরও এবং পুঙ্খানুপুঙ্খ তথ্যের জন্য ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
