এক্সপ্লোর
Advertisement
Voter ID Mobile Number Link: ভোটার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করলে বাড়ি বসেই পাবেন এই সুবিধাগুলি
Voter ID Card And Mobile Number Linking: ভোটার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করলে বাড়ি বসেই বেশ কিছু সুবিধা পাওয়া যায়। আপনার পরিবারের অন্য সদস্যরাও সেই সুবিধা উপভোগ করতে পারবেন।
Voter ID Mobile Number Link: ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করানোর পর বাড়িতে ভোটার কার্ড আসে। তখন তাতে নানারকম ভুলত্রুটি দেখতে পাওয়া যায়। এই ভুলত্রুটিগুলি ঠিক করতে হলে আবার বিএলও-র কাছে গিয়ে আবেদন করতে হয়। আবেদন করার পর কতদিন ঠিক হতে সময় লাগবে তা কেউ বলতে পারে না। এত ঝামেলার মধ্যে না গিয়ে বাড়িতেই ভোটার কার্ড ঠিক করিয়ে নিন। এর জন্য শুধু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করিয়ে নিতে হবে। কীভাবে লিঙ্ক করাবেন জেনে নিন ধাপে ধাপে।
ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করানোর পদ্ধতি
- প্রথমে ন্যাশনাল ভোটারস সার্ভিস পোর্টালে যান।
- সেখানে গিয়ে রেজিস্টার করাতে হবে প্রথমে।
- রেজিস্টার করাতে প্রথমে লগইনে ক্লিক করতে হবে।
- এর পর ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, রেজিস্টার অ্যাজ নিউ ইউজারে ক্লিক করুন।
- সেখানে গিয়ে মোবাইল নম্বর ও ক্যাপচা পূরণ করুন।
- এবার সেন্ড ওটিপিতে ক্লিক করলে একটি ওটিপি আসবে ফোনে।
- এর পর সেটি এন্টার করে দিন।
- এবার আই হ্যাভ ইপিআইসি নম্বর অপশনে ক্লিক করতে হবে।
- ভোটার আইডি থেকে এবার ইপিআইসি নম্বর এন্টার করুন।
- যদি ইপিআইসি নম্বর না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ ইপিআইসি নম্বরে ক্লিক করতে হবে।
- এর পর প্রথম নাম ও পদবী দিয়ে পরের ধাপে যেতে হবে।
- এবার মেল আইডি দিন নির্দিষ্ট স্থানে। মেল আইডি দিলে মেলেই আপডেট সংক্রান্ত সব তথ্য চলে আসবে।
- এবার একটি পাসওয়ার্ড সেট করে নিন।
- এই সব তথ্য় দেওয়া হয়ে গেলে এবার রেজিস্টার অপশনে ক্লিক করুন।
- রেজিস্টার অপশনে ক্লিক করলেই মোবাইল নম্বর ও ভোটার আইডি কার্ড লিঙ্ক হয়ে যাবে।
ভোটার আইডি কার্ড ও মোবাইল নম্বর লিঙ্ক করলে কী কী সুবিধা ?
- ভোটার আইডি কার্ডের স্ট্যাটাস সহজেই চেক করা যাবে।
- একই নম্বর দিয়ে আপনি ও আপনার পরিবার ভোটার সার্ভিস পোর্টালে রেজিস্টার করতে পারবেন।
- ভোটার আইডি নম্বর আপনাকে না জানিয়ে ডিলিট করা হবে না।
- ভোটার কার্ডে কোনও বদল করতে হলে সরাসরি নির্বাচন কমিশন থেকে মেসেজ করে তা জানানো হবে।
- ভোটার কার্ডের তথ্য আপনার অজান্তে কেউ বদলে দিতে পারবে না।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Aadhaar Fraud: আধারের বায়োমেট্রিক চুরি হচ্ছে কি না বুঝবেন কীভাবে ? সুরক্ষিত রাখার উপায়ই বা কী ?
খুঁটিনাটি (Banking And Service) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
জেলার
জেলার
জেলার
Advertisement