Khadaan: রাত ২টোর শো হাউজফুল! 'নতুন যুগের শুরু' বলছেন উচ্ছ্বসিত দেব
Dev on Khadaan Show: সোশ্যাল মিডিয়ায় দেব এই ভিডিও শেয়ার করে নিয়ে লিখেছেন, 'খাদান' উৎসব শুরু'
কলকাতা: তিনি প্রথমের দিকটা আফশোসও করেছিলেন শো পাওয়া নিয়ে। তিনি নাকি পর্যাপ্ত শো পাচ্ছেন না। শুরু করা যায়নি অ্যাডভান্স বুকিংও। তবে রাত হতেই বদলে গিয়েছিল ছবিটা। তবে এর পরেও বাকি ছিল আরও এক ইতিহাস। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে নিয়েছেন দেব (Dev) স্বয়ং। শোনা যাচ্ছে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একটি প্রেক্ষাগৃহে রাত ২টোর শো হাউজফুল হয়ে গিয়েছে। এই নজির কলকাতার নয়, তবে রায়গঞ্জের এই রেকর্ডে উচ্ছ্বসিত দেব স্বয়ং। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছেন একটি ভিডিও। প্রেক্ষাগৃহের বাইরের ছবিটা তখন দেখলে মনে হবে সবে সন্ধ্যে। রাত ২টোর সময় দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতোই।
সোশ্যাল মিডিয়ায় দেব এই ভিডিও শেয়ার করে নিয়ে লিখেছেন, 'খাদান' উৎসব শুরু। একটা নতুন যুগের শুরু। আমি ভীষণ খুশি। এখনও যদি টিকিট না কেটে থাকেন, তবে কেটে ফেলুন। এটা একেবারে অরগ্যানিক।' জানা যাচ্ছে, রায়গঞ্জের এই সিনেমা হলটি এসভিএফের। ওই প্রেক্ষাগৃহে ১৫৯টি আসন রয়েছে। অগ্রিম বুকিং শুরু হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই হাউজফুল হয়ে যায় এই সিনেমাহলের রাত ২টোর শো। প্রথম দিনের প্রথম শো দেখার জন্য এতটাই আগ্রহী সবাই যে রাত ২টো সময়টা যেন মানুষকে ভাবায়নি।
এই খবর ছড়িয়ে পড়ার পরেই দেবকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের একাধিক লোকজন। কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে একাধিক মানুষেরা। তাঁদের মধ্যে আগ্রগণ্য হলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তিনি রায়গঞ্জের এই শো হাউজফুল হওয়ার খবরকে শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন দেবকে। দেব নিজেও ফেসবুকে লাইভে এসে দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন। আজই মুক্তি পেল 'খাদান'। গোটা কলকাতাতেও মোটামুটি ভালই জায়গা পেয়ে গিয়েছে 'খাদান'
দেব ও যীশু সেনগুপ্তের এই ছবি ঘিয়ে দর্শকদের উত্তেজনা যা রয়েছে তা অস্বীকার করার মতো নয়।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।