
Apple Mobile Phones
অ্যাপল বর্তমানে বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রে বৃহত্তম সংস্থা। মার্কিন বহুজাতিক সংস্থা অ্যাপল-এর যাত্রা শুরু ১৯৭৭-এ। অ্যাপল মূলত ইলেকট্রনিক্স, কম্পিউটার সফটওয়্যার এবং অনলাইন পরিষেবাদি সম্পর্কিত কাজকর্মে নিয়োজিত ছিল। টেক জায়ান্ট অ্যাপলকে স্মার্টফোন বিশ্বে নেতৃত্বস্থানীয় হিসেবে গন্য করা হয়। অ্যাপল ২০০৭ সালে তাদের প্রথম স্মার্টফোনটি চালু করে। অ্যাপল বেশ কয়েক বছর ধরে বছরে একটি মাত্র স্মার্টফোন চালু করার প্রবণতার সূত্রপাত ঘটায়। যাইহোক, ২০১৩ সালে সংস্থাটি কৌশল পরিবর্তন করেছে এবং বছরে একাধিক ফোন লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে। অ্যাপলের ফোনগুলি তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম আইওএসে চলে। অ্যাপল ব্যবহারকারীদের গোপনীয়তাকে গুরুত্ব দিয়ে স্মার্টফোন বিশ্বে একটি বিশেষ স্থান জায়গা করে নিয়েছে।
TV
Appliances
Accessories
































