Oppo Phones: ভারতে কবে লঞ্চ হতে পারে ওপ্পো রেনো ১৫ সিরিজ? কোন কোন মডেল লঞ্চের সম্ভাবনা
Oppo Reno 15 Series: ভারতে ওপ্পো রেনো ১৫ সিরিজের তিনটি মডেল লঞ্চ হতে চলেছে।

Oppo Phones: ওপ্পো রেনো ১৫ সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। ওপ্পো সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায় এই ফোনের লঞ্চ এবং দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। টিপস্টার পারস গগলানি এস্ক পোস্টে দাবি করেছেন, ওপ্পো রেনো ১৫ সিরিজ ভারতে এবং অন্যান্য গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে আগামী ৮ জানুয়ারি। ভারতীয় সময় দুপুর ১২টায় এই স্মার্টফোন সিরিজ লঞ্চের সম্ভাবনা রয়েছে।
ওপ্পো রেনো ১৫ সিরিজের ফোনগুলির দাম কেমন হতে পারে ভারতে (সম্ভাব্য দাম)
ওপ্পো রেনো ১৫ সিরিজের দাম ৫০ হাজারের মধ্যে হবে। ওপ্পো রেনো ১৫ প্রো মিনি ফোনের দাম হতে পারে ৪০ হাজারের কম। আর ওপ্পো রেনো ১৫ প্রো ফোনের দাম হতে পারে বেস মডেলের থেকে কম এবং মিনি মডেলের থেকে বেশি। অর্থাৎ বোঝা যাচ্ছে, ভারতে ওপ্পো রেনো ১৫ সিরিজের তিনটি মডেল লঞ্চ হতে চলেছে। ওপ্পো রেনো ১৫, ওপ্পো রেনো ১৫ প্রো এবং ওপ্পো রেনো ১৫ প্রো মিনি- এই তিনটি মডেল আসতে চলেছে ভারতের স্মার্টফোনের বাজারে। ভারতে লঞ্চের পর এই তিন ফোন অনলাইনে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে বলে জানা গিয়েছে। ওপ্পো রেনো ১৫ সিরিজের তিনটি ফোনই ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না।
After Global, India launch is set for 8th Jan!!#Oppo #Reno15Series #OppoReno15Series
— Paras Guglani (@passionategeekz) December 23, 2025
Price segment is under 50K for the standard Reno 15, 40k under (Reno 15 Pro mini) and 15 Pro will get a huge jump!!
Price Increase is real!!! https://t.co/rYBPSvdr5u pic.twitter.com/wCy6ApgVXY
ওপ্পো রেনো ১৫ প্রো মিনি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে ফোনের ব্যাক প্যানেলে। সেখানে ২০০ মেগাপিক্সলের মেন সেনসরের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর (3.5x অপটিকাল জুম) থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথাও শোনা গিয়েছে। ওপ্পো রেনো ১৫ প্রো মিনি ফোনে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এর সঙ্গে ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্টও থাকতে পারে এই ফোনে।






















