iQOO Mobile Phones

iQOO Mobile Phones

আইকিউওও বিবিকে ইলেকট্রনিক্স কোম্পানির সাব ব্র্যান্ড। চলতি বছরের গোড়ায় ফোনটি ভারতের বাজারে এসেছে। প্রিমিয়াম ক্যাটাগরির ফোন নিয়ে আসার ব্যাপারে এই ব্র্যান্ড পৃথক সংস্থা হিসেবে কাজ করে। আইকিউওও-র সাম্প্রতিক ফোন আইকিউওও ৩। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৬৫, একটি ৭এনএম চিপসেট এবং লেটেস্ট এ ৭৭ আর্কিটেকচার সজ্জিত। এই ফোন ৫ জি সাপোর্ট করে। এর অর্থ ব্যবহারকারীরা এই ফোন ব্যবহারে ভালো অভিজ্ঞতা পাবেন। আইকিউওও প্রিমিয়াম রেঞ্জের অন্তর্ভূক্ত। তাই এর দামে ৩০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে।