
Lava Mobile Phones
লাভা একটি ভারতীয় মোবাইল সংস্থা। ২০০৯ সালে টেলিযোগাযোগের ব্যবসা দিয়ে লাভা-র যাত্রা শুরু হয়েছিল। লাভা সদর দফতর নয়ডায়। যদিও থাইল্যান্ড, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং রাশিয়ার মতো দেশে লাভা পৌঁছেছে। ২০১৬ সালে লাভা এশিয়ার বাইরে আফ্রিকা এবং মিশরে তার ব্যবসা প্রসারিত করেছে।
২০১২ সালে লাভা তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করতে ইন্টেলের সাথে জুটি বেঁধেছিল। লাভা তার স্মার্টফোনটি Xolo ব্র্যান্ডে বাজারে নিয়ে আসে।। ২০১২ সালে, সংস্থাটি ট্যাবলেট বাজারেও প্রবেশ করেছিল। ২০১৪ সালে লাভা তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইরিস প্রো ৩০-ও লঞ্চ করেছিল। ২০১৭ সালে সংস্থাটি বাজারে তাদের প্রথম ৪ জি স্মার্টফোন বাজারে এনেছিল।
লাভা বর্তমানে ভারতের বাজারে ফিচার ফোন প্রস্তুতকারী এক নম্বর সংস্থা। ২০১২ সাল থেকে লাভা স্মার্টফোন বাজারে নিজের জায়গা করার চেষ্টা করেছিল। সংস্থাটি শুরুতেও সফল ছিল, তবে পরে এই প্রতিযোগিতায় চিনা সংস্থাগুলি লাভা-কে পিছনে ফেলে দেয়। তবে চিনের সঙ্গে সংঘাতের আবহে লাভা আবার স্মার্টফোন বাজারে জোরালো প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছে।
TV
Appliances
Accessories
































